ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে স্টার্ক, ব্যাটিংয়ে দুইয়ে ব্রুক
৩১ ডিসেম্বর ২০২৫
অস্ট্রেলিয়ার বিপক্ষে মেলবোর্ন টেস্ট জয়ে ব্যাটে অবদান রেখে আইসিসির র্যাঙ্কিংয়ে টেস্ট ব্যাটারদের তালিকায় দুই নম্বরে উঠে এসেছেন ইংল্যান্ডের হ্যারি ব্রুক। অন্যদিকে টেস্ট বোলারদের তালিকায় ক্যারিয়ার সেরা অবস্থানে উঠে এসেছেন অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক।
বুধবার প্রকাশিত র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়েছেন ব্রুক। বোলারদের তালিকায় এক ধাপ এগিয়ে যৌথভাবে পাকিস্তানের নোমান আলীর সঙ্গে দ্বিতীয় স্থানে আছেন স্টার্ক।
প্রায় ১৫ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে ইংল্যান্ডের প্রথম টেস্ট জয়ের ম্যাচে প্রথম ইনিংসে দুটি করে ছক্কা ও চারে ৩৪ বলে ৪১ রান করেন ব্রুক। এরপর ১৭৫ রানের লক্ষ্য তাড়ায় ৩ চারে ১৮ রানে অপরাজিত থাকেন ডানহাতি এই ব্যাটার।
ব্রুকের রেটিং পয়েন্ট এখন ৮৪৬। তার চেয়ে ২১ পয়েন্ট বেশি নিয়ে তালিকায় শীর্ষে আছেন তার স্বদেশি জো রুট। এক ধাপ করে নিচে নেমে তিন ও চার নম্বরে আছেন যথাক্রমে নিউ জিল্যান্ডের কেইন উইলিয়ামসন ও অস্ট্রেলিয়ার ট্র্যাভিস হেড। দুই ধাপ অবনতি হয়েছে স্টিভ স্মিথের, আছেন পাঁচ নম্বরে।
চলতি অ্যাশেজ সিরিজে দুর্দান্ত ছন্দে থাকা কামিন্স মেলবোর্ন টেস্ট নেন ৪ উইকেট। বাঁহাতি এই পেসারের রেটিং পয়েন্ট ৮৪৩। শীর্ষে থাকা ভারতীয় পেসার যশপ্রীত বুমরাহর রেটিং পয়েন্ট ৮৭৯।
মেলবোর্ন টেস্টে খেলতে না পারা প্যাট কামিন্সের অবনতিতে দুই ধাপ উপরে ওঠেন নোমান। গত অক্টোবরে প্রথমবার র্যাঙ্কিংয়ে দুইয়ে উঠেছিলেন পাকিস্তানের বাঁহাতি এই স্পিনার।
চার নম্বরে থাকা কামিন্সের রেটিং পয়েন্ট এখন ৮৪১। সিডনিতে অ্যাশেজের শেষে টেস্টেও খেলবেন না ডানহাতি এই পেসার। ৮৩৬ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে আছেন নিউ জিল্যান্ড পেসার ম্যাট হেনরি।
মেলবোর্নের পেস সহায়ক উইকেটে ৫ উইকেট নিয়ে দুই ধাপ এগিয়ে সপ্তম স্থানে উঠে এসেছেন অস্ট্রেলিয়ান পেসার স্কট বোল্যান্ড। প্রথম ইনিংসে ৫ উইকেট নেওয়া জশ টং দ্বিতীয় ইনিংসে নেন আরও দুটি। ম্যাচসেরার পুরস্কার জেতা এই ইংলিশ পেসার ১৩ ধাপ এগিয়ে আছেন ক্যারিয়ার সেরা ৩০তম স্থানে।
টেস্ট অলরাউন্ডারদের তালিকায় আগের মতোই শীর্ষে আছেন ভারতের রবীন্দ্র জাদেজা। দুই ও তিনে নম্বরে আছেন যথাক্রমে দক্ষিণ আফ্রিকার মার্কো ইয়ানসেন ও ইংল্যান্ডের বেন স্টোকস। স্টার্ক দুই ধাপ নিচে নেমে যাওয়ায় এক ধাপ এগিয়ে চারে আছেন বাংলাদেশের মেহেদী হাসান মিরাজ।















মন্তব্য করুন: