ঢাকাকে গুঁড়িয়ে চট্টগ্রামের দ্বিতীয় জয়
২ জানুয়ারি ২০২৬
শরিফুল ইসলাম ও তানভীর ইসলামের দুর্দান্ত বোলিংয়ে অল্পতেই গুটিয়ে গিয়েছিল ঢাকা ক্যাপিটালস। ছোট লক্ষ্য তাড়ায় নাঈম শেখ ও অ্যাডাম রসিংটনের ফিফটিতে ১০ উইকেটের সহজ জয় তুলে নিয়েছে চট্টগ্রাম রয়্যালস।
শুক্রবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে ১২২ রানে গুটিয়ে যায় ঢাকা। জবাবে ৪৪ বল হাতে রেখে লক্ষ্য পৌঁছায় চট্টগ্রাম। এবারের বিপিএলে তৃতীয় ম্যাচে এটি তাদের দ্বিতীয় জয়।
টস হেরে ব্যাটিংয়ে নামা ঢাকার ব্যাটাররা এদিনও হতাশ করেন। ৪৬ রানের ভেতর শুরুর পাঁচ ব্যাটারকে হারায় তারা। প্রথম ওভারেই সাইফ হাসানকে (১) এলবিডাব্লিউর ফাঁদে ফেলে যার শুরুটা করেন শরিফুল। আরেক ওপেনার জুবাইদ আকবরিকেও (২) ফেরান বাঁহাতি এই পেসার।
এরপর উইকেট শিকারে যোগ দেন দুই স্পিনার তানভীর ও শেখ মাহেদি হাসান। ৬৬ রানে ৭ উইকেট হারানো ঢাকা এক সময় একশর আগেই অলআউট হওয়ার শঙ্কা পড়েছিল। তবে অষ্টম উইকেটে নাসির হোসেন ও সাইফউদ্দিনের জুটিতে তা আর হয়নি। নাসিরকে (১৭) ফিরিয়ে ৪৮ রানের এই জুটি ভাঙেন শরিফুল। এরপর ২ বল বাকি থাকতে অলআউট হয় ঢাকা। ৩৩ রানে অপরাজিত থাকেন সাইফউদ্দিন।
তিনটি করে উইকেট নেন শরিফুল ও তানভীর। চারটি স্টাম্পিং করে বিপিএলের এক ম্যাচে সবচেয়ে বেশি স্টাম্পিংয়ের রেকর্ড গড়েন চট্টগ্রাম উইকেটকিপার রসিংটন।
লক্ষ্য তাড়ায় নাঈম-রসিংটনের সামনে দাঁড়াতে পারেনি ঢাকার কোনো বোলার। এই দুই ওপেনারের তাণ্ডবে ১২.৪ ওভারে জয় পায় চট্টগ্রাম। ৪০ বলে ৭ চার ও ১ ছক্কায় ৫৪ রানে নাঈম এবং ৩৬ বলে ৯ চার ও ২ ছক্কায় ম্যাচসেরা রসিংটন অপরাজিত থাকেন।















মন্তব্য করুন: