সাড়ে ৪ বছর পর র্যাঙ্কিংয়ের শীর্ষে কোহলি
১৪ জানুয়ারি ২০২৬
ওয়ানডেতে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দ ধরে রেখে সাড়ে চার বছর পর এই ফরম্যাটে ব্যাটারদের র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এসেছেন বিরাট কোহলি। স্বদেশি রোহিত শর্মাকে সরিয়ে একাদশ বারের মতো বিশ্বের এক নম্বর হলেন ভারতের এই কিংবদন্তি।
বুধবার আইসিসির প্রকাশিত র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে ওয়ানডে ব্যাটারদের তালিকায় শীর্ষে ওঠেন কোহলি। ৩৭ বছর বয়সী ডানহাতি এই ব্যাটারের রেটিং পয়েন্ট ৭৮৫।
গত রোববার নিউ জিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৩০১ রানের লক্ষ্য তাড়ায় ৯১ বলে ৯৩ রান করে সাজঘরে ফেরেন কোহলি। ওয়ানডেতে শেষ পাঁচ ইনিংসেই পঞ্চাশোর্ধ রানের দেখা পান তিনি, যার মধ্যে দুটিতে পান সেঞ্চুরির স্বাদ।
৪ উইকেটে জেতা ম্যাচের ওই পারফরম্যান্সে ২০২১ সালের জুলাইয়ের পর ওয়ানডে ব্যাটারদের তালিকার শীর্ষে জায়গা করে নেন কোহলি। ২০১৩ সালের অক্টোবরে এই তালিকায় প্রথমবার শীর্ষে উঠেছিলেন তিনি।
ভারতের বিপক্ষে ম্যাচে ৮৪ রানের ইনিংস খেলে এক ধাপ এগিয়ে দুই নম্বরে উঠে এসেছেন নিউ জিল্যান্ডের ড্যারেল মিচেল। ডানহাতি এই ব্যাটারের রেটিং পয়েন্ট ৭৮৪। ম্যাচে ২৬ রান করা রোহিত দুই ধাপ নিচে নেমে আছেন তৃতীয় স্থানে। ভারতের এই ওপেনারের রেটিং পয়েন্ট ৭৭৫।
ওয়ানডে ব্যাটারদের র্যাঙ্কিংয়ের শীর্ষ দশে আর কোনো পরিবর্তন হয়নি। এই ফরম্যাটে বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষ দশে কোনো পরিবর্তন আসেনি। আগের মতোই সবার ওপরে আফগানিস্তানের তারকা লেগ স্পিনার রশিদ খান।
ওয়ানডে অলরাউন্ডারদের তালিকায় যথারীতি শীর্ষে আফগানিস্তানের আজমতউল্লাহ ওমারজাই।
গত বৃহস্পতিবার সিডনিতে শেষ হওয়া অ্যাশেজ সিরিজের পঞ্চম ও শেষ টেস্টের প্রথম ইনিংসে ১৬৩ রানের ইনিংস খেলা ট্র্যাভিস হেড টেস্ট ব্যাটারদের র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে আছেন তিন নম্বরে। একই ইনিংসে ১৩৮ রান করা স্টিভ স্মিথ এক ধাপ এগিয়ে চতুর্থ স্থানে উঠে এসেছেন।
ওই ম্যাচের আরেক সেঞ্চুরিয়ান জো রুট ৮৮০ রেটিং পয়েন্ট নিয়ে আগের মতোই শীর্ষে আছেন। দ্বিতীয় স্থানে থাকা হ্যারি ব্রুকের রেটিং পয়েন্ট ৮৫৭।
তবে সিডনি টেস্টে দুই ইনিংসে ৫ উইকেট পেলেও টেস্ট বোলারদের র্যাঙ্কিংয়ে ৫ রেটিং পয়েন্ট হারিয়ে এক ধাপ নিচে নেমে গেছেন মিচেল স্টার্ক। সিরিজ সেরার পুরস্কার পাওয়া অস্ট্রেলিয়ার এই বাঁহাতি পেসার ৮৩৮ রেটিং পয়েন্ট নিয়ে আছেন তিন নম্বরে। দুইয়ে থাকা পাকিস্তানের নোমান আলীর রেটিং পয়েন্ট ৮৪৩। এই তালিকায় যথারীতি শীর্ষে আছেন ভারতের যশপ্রীত বুমরাহ।
টেস্ট অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে সবার ওপরে আছেন ভারতের রবীন্দ্র জাদেজা।















মন্তব্য করুন: