কোহলিকে সরিয়ে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে মিচেল

২১ জানুয়ারি ২০২৬

কোহলিকে সরিয়ে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে মিচেল

ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে দুর্দান্ত পারফর্ম করে বিরাট কোহলিকে সরিয়ে এই ফরম্যাটের ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এসেছেন নিউ জিল্যান্ডের ড্যারিল মিচেল।

বুধবার আইসিসির প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে ওয়ানডে ব্যাটারদের তালিকায় এক ধাপ এগিয়ে শীর্ষে ওঠেন মিচেল। ডানহাতি এই ব্যাটারের রেটিং পয়েন্ট ৮৪৫।

সাড়ে চার বছর পর গত সপ্তাহে ওয়ানডে ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরেছিলেন কোহলি। সে সময় ভারতের এই ব্যাটিং কিংবদন্তির চেয়ে ১ রেটিং পয়েন্ট পিছিয়ে ছিলেন মিচেল। গত রোববার ইন্দোরে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ক্যারিয়ার সেরা ১৩৭ রানের ইনিংস খেলে ৬১ রেটিং পয়েন্ট পেয়েছেন তিনি।

৭৯৫ রেটিং পয়েন্ট নিয়ে এক ধাপ নেমে দুইয়ে আছেন কোহলি। সেই ম্যাচে রান তাড়ায় ১২৪ রানের ইনিংস খেলায় তার রেটিং পয়েন্ট বেড়েছে ১০।

ম্যাচটি ৪১ রানে জিতে ২-১ ব্যবধানে সিরিজ জয় নিশ্চিত করে কিউইরা। এটি ছিল ভারতের মাটিতে তাদের প্রথম ওয়ানডে সিরিজ জয়।

সিরিজের সব ম্যাচেই পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেলেন মিচেল, যার মধ্যে দুটিতে তিন অঙ্কের দেখা পান। মোট ৩৫২ রান করে সিরিজ সেরার পুরস্কারও জেতেন তিনি। একই সঙ্গে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে নিউ জিল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি রান করার রেকর্ড গড়েন তিনি।

র‌্যাঙ্কিংয়ে এক ধাপ নিচে নেমে এখন চতুর্থ স্থানে আছেন রোহিম শর্মা। তাতে এক ধাপ উপরে উঠে তিনে আছেন আফগানিস্তানের ইব্রাহিম জাদরান। আগের মতোই পাঁচ নম্বরে আছেন ভারত অধিনায়ক শুবমান গিল।

ওয়ানডে বোলারদের র‌্যাঙ্কিংয়ে ভারতের কুলদীপ যাদব চার ধাপ নিচে নেমে সপ্তম স্থানে চলে যাওয়ায় পরিবর্তন এসেছে শীর্ষ পাঁচে। আগের মতোই শীর্ষে আছেন আফগানিস্তানের রশিদ খান। দুইয়ে অবস্থান করছেন ইংল্যান্ডের জোফরা আর্চার।

কুলদীপের পতনে একধাপ করে উপরে উঠেছেন শ্রীলঙ্কার মাহিশ থিকশানা (তৃতীয়), দক্ষিণ আফ্রিকার কেশব মহারাজ (চতুর্থ) ও নামিবিয়ায় বেনার্ড শুলজ (পঞ্চম)। দুই ধাপ এগিয়ে ষষ্ঠ স্থানে আছেন অস্ট্রেলিয়ার জশ হ্যাজেলউড।

ওয়ানডেতে অলরাউন্ডারদের তালিকায় আগের মতোই শীর্ষে আছেন আফগানিস্তানের আজমতউল্লাহ ওমারজাই।

মন্তব্য করুন: