রেকর্ড গড়া ইনিংসে নিউ জিল্যান্ডকে হারাল ভারত
২২ জানুয়ারি ২০২৬
অভিষেক শর্মার ব্যাটিং তাণ্ডবে টি-টুয়েন্টিতে নিউ জিল্যান্ডের বিপক্ষে সর্বোচ্চ রান সংগ্রহের রেকর্ড গড়ে জিতেছে ভারত। ৪৮ রানের জয়ে পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ শুরু করেছে স্বাগতিকরা।
বুধবার নাগপুরে সিরিজের প্রথম ম্যাচে টস হেরে ৭ উইকেটে ২৩৮ রান তোলে ভারত। জবাবে নিউ জিল্যান্ডের ইনিংস থামে ৭ উইকেটে ১৯০ রানে।
টি-টুয়েন্টিতে নিউ জিল্যান্ডের বিপক্ষে ২০২৩ সালের ফেব্রুয়ারিতে আহমেদাবাদে ৪ উইকেটে ২৩৪ রানের ইনিংস ছিল আগের সর্বোচ্চ।
৩৫ বলে ৮ ছক্কা ও ৫ চারে ৮৪ রানের বিস্ফোরক ইনিংসে ভারতকে রেকর্ড সংগ্রহের ভিত গড়ে দেন অভিষেক। বাঁহাতি এই ওপেনারের বিদায়ের পর অধিনায়ক সূর্যকুমার যাদবের ২২ বলে ৩২ রান এবং শেষ দিকে রিংকু সিংয়ের ২০ বলে অপরাজিত ৪৪ রানে রেকর্ড সংগ্রহ পায় স্বাগতিকরা।
বিশাল লক্ষ্য তাড়ায় প্রথম দুই ওভারে ডেভন কনওয়ে ও রাচিন রবীন্দ্রকে হারায় নিউ জিল্যান্ড। এরপর ঝড়ো ব্যাটিংয়ে দলকে ম্যাচে ফেরানোর চেষ্টা চালান গ্লেন ফিলিপস। ডানহাতি এই ব্যাটার ৪০ বলে ৬ ছক্কা ও ৪ চারে ৭৮ রান করে বিদায় নেন।
মার্ক চ্যাপম্যান (৩৯), ড্যারিল মিচেল (২৮) ও অধিনায়ক মিচেল স্যান্টনার (২০*) চেষ্টা চালালেও তা যথেষ্ট ছিল না।
শুক্রবার রায়পুরে সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টি অনুষ্ঠিত হবে।















মন্তব্য করুন: