নাসিমের বিশ্বকাপ খেলা নিয়ে শঙ্কা
১৬ সেপ্টেম্বর ২০২৩

এশিয়া কাপে কাঁধের চোটে পড়ায় আগামী মাসে ভারতে শুরু হতে যাওয়া বিশ্বকাপের প্রথম কয়েকটি ম্যাচে খেলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে পাকিস্তানের তরুণ ফাস্ট বোলার নাসিম শাহর।
গত সোমবার ভারতের বিপক্ষে সুপার ফোরের ম্যাচে নিজের দশম ওভার শেষ করার আগেই মাঠ ছাড়েন ২০ বছর বয়সী ডানহাতি এই বোলার।
কাঁধের স্ক্যানের জন্য দুবাইয়ে যাওয়ায় শ্রীলঙ্কার বিপক্ষে আসরের অঘোষিত সেমি-ফাইনালেও খেলতে পারনেনি তিনি।
ভারতের বিপক্ষে ম্যাচে কোমরের চোটে পড়ায় আরেক সতীর্থ ফাস্ট বোলার হারিস রউফও লঙ্কানদের বিপক্ষে মাঠে নামেননি। তবে আগামী ৫ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপের আগেই তিনি সুস্থ হয়ে উঠবেন বলে আশা করছেন অধিনায়ক বাবর আজম।
রউফের চোটের অবস্থা খারাপ পর্যায়ে নেই জানিয়ে তিনি বলেন, “সে কোমরে খুব বেশী চোট পায়নি। বিশ্বকাপের আগেই সে সুস্থ হয়ে উঠবে।”
তবে নাসিম কবে নাগাদ সুস্থ হয়ে মাঠে ফিরতে পারবে এ বিষয়ে বাবর কিছু না জানলেও তার প্রত্যাশা বিশ্বকাপের কোনো অংশে সে মাঠে নামতে পারবে।
১৯৯২ বিশ্বকাপ জয়ী পাকিস্তানের বিশ্বকাপ অভিযান শুরু হবে আগামী ৬ অক্টোবর নেদারল্যান্ডসের বিপক্ষে হায়দরাবাদে।
মন্তব্য করুন: