হাত ভাঙায় বিশ্বকাপ নিয়ে শঙ্কায় হেড
১৬ সেপ্টেম্বর ২০২৩

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের চতুর্থ ওয়ানডেতে হাত ভেঙে যাওয়ায় আগামী মাসে ভারতে শুরু হতে যাওয়া বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা তৈরী হয়েছে অস্ট্রেলিয়ার উদ্বোধনী ব্যাটার ট্র্যাভিস হেডের।
শুক্রবার সেঞ্চুরিয়নে ১৬৪ রানে হারের ম্যাচে অস্ট্রেলিয়ার ইনিংসের নবম ওভারে জেরাল্ড কুটসিয়ার বাউন্সারে হাতে আঘাত পেয়ে মাঠ ছাড়েন হেড।
প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড জানান, হেডের চোটের ব্যাপারে তারা নিশ্চিত যে হাতে চিড় ধরেছে। তবে চিড়ের প্রকৃতি এবং সেরে উঠতে ঠিক কত সময় লাগবে তা রোববারের পরীক্ষায় জানা যাবে।
“রোববার তার আরও কিছু স্ক্যান করা হবে। বিশ্বকাপ অতি নিকটে। আমরা সবাই প্রার্থনা করছি।”
সাদা বলের ক্রিকেটে ইনিংসের শুরুতে দ্রুত রান তুলে দলে বড় ভূমিকা রাখা ২৯ বছর বয়সী হেড বিশ্বকাপে না খেলতে পারলে বড় ধাক্কা খাবে অস্ট্রেলিয়া।
মন্তব্য করুন: