তিন ফরম্যাটেই বিশ্বের এক নম্বর দল ভারত

২৩ সেপ্টেম্বর ২০২৩

তিন ফরম্যাটেই বিশ্বের এক নম্বর দল ভারত

নিজেদের মাঠে বিশ্বকাপের আগে পাকিস্তানকে পেছনে ফেলে আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছে ভারত। ফলে ছেলেদের ক্রিকেটে দ্বিতীয় দেশ হিসেবে সব ফরম্যাট মিলিয়ে শীর্ষে রইল রোহিত-কোহলিরা। ২০১২ সালের আগস্টে প্রথম দল হিসেবে এই কৃতিত্ব গড়েছিল দক্ষিণ আফ্রিকা।

শুক্রবার অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে জয়ের পর ভারতের রেটিং পয়েন্ট দাঁড়ায় ১১৬। যা পাকিস্তানের চেয়ে এক এগিয়ে। তবে সিরিজের বাকি দুটি ম্যাচ অস্ট্রেলিয়া জিতলে শীর্ষস্থান হারাতে পারে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের আয়োজক দলটি।

চলতি মাসে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠার জন্য লড়াইয়ে ছিল ভারত, পাকিস্তান ও অস্ট্রেলিয়া। সম্প্রতি শেষ হওয়া এশিয়া কাপে আশানুরূপ পারফর্ম না করলেও শীর্ষস্থান ধরে রেখেছিল পাকিস্তান। দক্ষিণ আফ্রিকার কাছে টানা তিনটি ওয়ানডে হেরে সেই দৌড়ে অনেকটাই পিছিয়ে পড়ে অস্ট্রেলিয়া। এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কাকে বড় ব্যবধানে হারিয়ে টুর্নামেন্টে তাদের অষ্টম শিরোপা জেতে ভারত। তারই ধারাবাহিকতায় প্যাট কামিন্সের দলকে সহজেই হারায় তারা। মোহাম্মদ শামির ক্যারিয়ার সেরা পাঁচ উইকেটের দিনে ভারতের প্রথম ছয় ব্যাটারের চারজনই হাঁকান ফিফটি।

দলীয় অবস্থান ছাড়াও সব ফরম্যাট মিলিয়ে ভারতের চারজন খেলোয়াড় আছেন শীর্ষস্থানে। সূর্যকুমার যাদব টি-টোয়েন্টিতে এক নম্বর ব্যাটার, মোহাম্মদ সিরাজ ওয়ানডের এক নম্বর বোলার, রবিচন্দ্রন অশ্বিন টেস্টের এক নম্বর বোলার এবং রবীন্দ্র জাদেজা টেস্টের এক নম্বর অল রাউন্ডার।

সেপ্টেম্বরে ২৪ এবং ২৭ তারিখে ইন্দোর ও রাজকোটে অস্ট্রেলিয়ার বিপক্ষে আরও দুটি ওয়ানডে খেলবে ভারত। আগামী ৮ অক্টোবর চেন্নাইতে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে দল দুটি।

মন্তব্য করুন: