ব্রুকের নেতৃত্বে ইংল্যান্ডের প্রথম সাদা বলের সিরিজের দল ঘোষণা
১৩ মে ২০২৫

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজ দিয়ে ইংল্যান্ডের সাদা বলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন শুরু করতে যাচ্ছেন হ্যারি ব্রুক। সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করেছে দেশটির ক্রিকেট বোর্ড (ইসিবি)।
মঙ্গলবার সিরিজের জন্য ওয়ানডে ও টি-টুয়েন্টির জন্য ঘোষণা করা দলে ফিরেছেন উইল জ্যাকস। অন্যদিকে ২০২২ সালের পর প্রথমবারের মতো টি-টুয়েন্টি দলে জায়গা পেয়েছেন অলরাউন্ডার লিয়াম ডসন।
ওয়ানডে দল থেকে বাদ পড়েছেন ওপেনার ফিল সল্ট। টানা ব্যর্থ হওয়ায় দুই ফরম্যাট থেকেই বাদ পড়েছেন অলরাউন্ডার লিয়াম লিভিংস্টোন।
আগামী ২৯ মে থেকে ১০ জুন মাঠে গড়াবে দু’দলের তিনটি করে ওয়ানডে ও টি-টুয়েন্টি ম্যাচের সিরিজ।
চ্যাম্পিয়নস ট্রফির ব্যর্থতার দায় নিয়ে টুর্নামেন্ট শেষে ইংল্যান্ডের সাদা বলের অধিনায়কের পদ থেকে পদত্যাগ করেন জস বাটলার। এরপর গত মাসে ব্রুককে সীমিত ওভারের ক্রিকেটের অধিনায়ক করা হয়।
ক্যারিবিয়ানদের বিপক্ষে সিরিজটি এমন সময় হচ্ছে যখন পরিবর্তিত সূচিতে আইপিএলের খেলা চলবে। ভারত-পাকিস্তান সীমান্তে অস্থিরতায় গত শুক্রবার এক সপ্তাহের জন্য আইপিএল স্থগিত করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। তবে দু’দেশ অস্ত্রবিরতিতে সম্মত হওয়ায় আগামী শুক্রবার পুনরায় শুরু হবে বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি লিগটি, যা চলবে ৩ জুন পর্যন্ত।
ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দলে জায়গা পাওয়া জ্যাকস, বাটলার, জ্যাকব বেথেল, জেইমি ওভারটন ও জোফরা আর্চার আইপিএলে খেলছিলেন। ব্রিটিশ গণমাধ্যমগুলো জানিয়েছে, ভারতে ফেরার বিষয়ে এই পাঁচ ক্রিকেটারসহ আইপিএলে থাকা ১০ ইংলিশ ক্রিকেটার পেশাদার ক্রিকেটারদের সংগঠনের (পিসিএ) সঙ্গে একটি বৈঠকে বসবেন। সেখানে তারা ভারতের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা করবেন।
এই সিরিজের আগে ২২ মে থেকে জিম্বাবুয়ের বিপক্ষে একটি চার দিনের টেস্ট ম্যাচ দিয়ে ঘরোয়া মৌসুম শুরু করবে ইংল্যান্ড।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইংল্যান্ড ওয়ানডে দল:
হ্যারি ব্রুক (অধিনায়ক), জোফরা আর্চার, গাস অ্যাটকিনসন, টম ব্যান্টন, জ্যাকব বেথেল, জস বাটলার, ব্রাইডন কার্স, বেন ডাকেট, টম হার্টলি, উইল জ্যাকস, সাকিব মাহমুদ, জেইমি ওভারটন, ম্যাথিউ পটস, আদিল রশিদ, জো রুট, জেইমি স্মিথ।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইংল্যান্ড টি-টুয়েন্টি দল:
হ্যারি ব্রুক (অধিনায়ক), রেহান আহমেদ, টম ব্যান্টন, জ্যাকব বেথেল, জস বাটলার, ব্রাইডন কার্স, লিয়াম ডসন, বেন ডাকেট, উইল জ্যাকস, সাকিব মাহমুদ, জেইমি ওভারটন, ম্যাথিউ পটস, আদিল রশিদ, ফিল সল্ট, লুক উড।
মন্তব্য করুন: