ইনিংস বড় করতে না পারার হতাশ মাহমুদুল

২৮ নভেম্বর ২০২৩

ইনিংস বড় করতে না পারার হতাশ মাহমুদুল

ব্যাটিং ব্যর্থতায় বিশ্বকাপে ভরাডুবির পর ভিন্ন ফরম্যাটে নিউ জিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে ব্যাট হাতে দারুণ শুরু করেছিল বাংলাদেশ। কিন্তু এদিন দারুণ শুরু করার পরেও নিজেদের ইনিংস বড় করতে পারেনি ব্যাটাররা।

মঙ্গলবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে কিউইদের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিন শেষে দলের সংগ্রহ উইকেটে ৩১০ হলেও ফিফটি এসেছে মাত্র একটি। আর সেটি এসেছে ওপেনার মাহমুদুল হাসান জয়ের ব্যাট থেকে। তবে ১৬৬ বলে ৮৬ রানে ইশ সোধির বলে স্লিপে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে নিজের শতকের সুযোগ হাত ছাড়া করেন ডানহাতি এই ব্যাটার। স্বাভাবিকভাবেই উইকেটে থিতু হয়ে আউট হওয়ার হতাশ মাহমুদুল।

এদিন বাংলাদেশ দলের হয়ে সংবাদ সম্মেলনে আসেন ২৩ বছর বয়সী এই ব্যাটার। স্বভাবতই প্রশ্ন ওঠে তার এভাবে আউট হওয়া নিয়ে। জবাবে মাহমুদুল বলেন, “হ্যাঁ, হতাশ। ওপেনার হিসেবে প্রতিদিন তো আর থিতু হওয়ার সুযোগ আসে না। দুটো সুযোগই হাতছাড়া করেছি। ইনশাআল্লাহ সামনে আরও ভালো করার চেষ্টা করব।

অধিনায়ক নাজমুল হোসেন শান্ত মুমিনুল হকও এদিন দারুণ শুরু পান। কিন্তু দুজনের কেউই ৩৭ রানের বেশি করতে পারেননি। এই দুই ব্যাটারের ইনিংস বড় করার সুযোগ করায় দিন শেষে স্কোরবোর্ডে ভালো রান থাকলেও উইকেট বেশি হারিয়েছে টাইগাররা।

এই দুই অভিজ্ঞ ব্যাটারের সঙ্গে নিজের ইনিংস বড় না করতে পারা নিয়ে মাহমুদুল বলেন,  “আমারও বড় ইনিংসের সুযোগ ছিল, মিস করে ফেলেছি। প্রতিদিন এরকম সুযোগ আসে না। আজ এসেছিল, মিস করে ফেলেছি।

এর আগে আফগানিস্তানের সঙ্গে বাংলাদেশের সবশেষ টেস্টের প্রথম ইনিংসে ১৩৭ বল খেলে ৭৬ রান করে আউট হয়েছিলেন মাহমুদুল।

দিনের শুরুতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়া বাংলাদেশের লক্ষ্য ছিল সাড়ে তিনশ রান করা। তবে কম-বেশি সবাই ভালো শুরুর পরেও নিজেদের ইনিংস আর বড় করতে পারেনি। দিনশেষে ৩১০ রান যোগ হলেও এখনও দল ভালো অবস্থানে আছে বলে দাবি করেন মাহমুদুল।

সবাই ভালো শুরু পেয়েছিল কিন্তু বিল্ড আপ করতে পারেনি। এটা আমাদের আক্ষেপ। বোর্ডে ৩০০ রান আসে। এখন ভালো পজিশনে আছি। আমাদের লক্ষ্য ছিল ৩৫০ বা ৩৮০ রান, হয়নি।

তবে মাহমুদুলের প্রত্যাশা, যতো রানই হোক না কেনো  তা দিয়েই কিউইদের চাপে রাখার চেষ্টা করবে বাংলাদেশ এবং এর মূল দায়িত্বটা নিতে হবে স্পিনারদের।

চেষ্টা করব যে রান আছে এই রানের মধ্যে কোয়ালিটি স্পিনার দিয়ে ওদের আটকে রাখা। স্পিনাররা যদি ভালো জায়গায় বল করতে পারে ইনশা আল্লাহ তাদের কম রানে অলআউট করা সম্ভব।

মন্তব্য করুন: