ম্যাক্সওয়েলের বিধ্বংসী শতকে সিরিজে ফিরল অস্ট্রেলিয়া
২৮ নভেম্বর ২০২৩

শুরুটা হয়েছিল রুতুরাজ গায়কোয়াড়ের ঝড় দিয়ে আর শেষটা হলো গ্লেন ম্যাক্সওয়েলের তাণ্ডবে। গায়কোয়াড়ের দুর্দান্ত সেঞ্চুরিকে ম্লান করে ম্যাক্সওয়েলের বিধ্বংসী শতকে ভারতকে ৫ উইকেটে হারিয়ে সিরিজে ফিরল অস্ট্রেলিয়া।
গুয়াহাটিতে সিরিজের তৃতীয় টি-টুয়েন্টিতে টস হেরে ব্যাট করতে নেমে গায়কোয়াড়ের ৫৭ বলে ১২৩ রানের ওপর ভর করে অস্ট্রেলিয়াকে ২২৩ রানের বড় লক্ষ্য দেয় স্বাগতিকরা। কিন্তু এক ম্যাক্সওয়েল ঝড়েই উড়ে গেছে ভারতীয় বোলাররা।
শেষ ওভারে জয়ের জন্য তখনও ২১ রান বাকি সফরকারীদের। আর ক্রিজে ম্যাক্সওয়েলের সঙ্গে ছিলেন ম্যাথিউ ওয়েড। প্রসিদ্ধ কৃষ্ণর ওভারে ৪ চার ও এক ছক্কায় ম্যাচ নিজেদের করে নেয় অস্ট্রেলিয়া। এরই মাঝে ওভারের পঞ্চম বলে বাউন্ডারি হাঁকিয়ে ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি তুলে নেন ম্যাক্সওয়েল।
বড় লক্ষ্য তারা করতে নেমে অজিদের উড়ন্ত সূচনা এনে দেন ট্র্যাভিস হেড ও অ্যারন হার্ডি (১৬)। পাওয়ার প্লেতে ৬৭ রান যোগ করতে ১৮ বলে ৮ চারে হেড করেন ৩৫ রান। সপ্তম ওভারে ১০ রান করে সাজঘরে ফেরেন জশ ইংলিসও। তিন উইকেট হারিয়ে যখন কিছুটা চাপে অজিরা, তখনই মারকাস স্টয়নিসকে নিয়ে দলের হাল ধরেন ম্যাচসেরা ম্যাক্সওয়েল।
চতুর্থ উইকেটে ৬০ রানের জুটি গড়ে আউট হন ব্যাট হাতে তেমন সুবিধা না করতে পারা স্টয়নিস। পরের ওভারে টিম ডেভিডও ফেরেন খালি হাতেই।
ষষ্ঠ উইকেট জুটিতে ম্যাক্সওয়েল ও ওয়েড বোলারদের ওপর ঝড় তুলে ম্যাচ নিজেদের করে নেয় অজিরা। ১৬ বলে ২৮ রানে অপরাজিত থাকেন ওয়েড।
এর আগে ব্যাট করতে নেমে শুরুতেই দুই উইকেট হারিয়ে চাপে পরে ভারত। আগের ম্যাচে অর্ধ-শতক হাঁকানো দুই ব্যাটার যশস্বী জয়সোয়াল ৬ রান করে এবং ঈশান কিষান ফেরেন কোনো রান না করেই।
তৃতীয় উইকেটে ওপেনার গায়কোয়াড়কে নিয়ে দলের হাল ধরেন সূর্যকুমার যাদব। ২৯ বলে ৩৯ রান করে অধিনায়ক যাদব সাজঘরে ফিরলে ভাঙে ৫৭ রানের জুটি। ক্রিজের অপর প্রান্তে তখনও দাঁড়িয়ে ২২ বলে ২২ রান করা গায়কোয়াড়।
যাদব ফিরলে গায়কোয়াড় ঝড়ের শুরু একের পর এক বাউন্ডারি ও ওভার-বাউন্ডারিতে হাঁকিয়ে ৫২ বলে ১১ চার ও ৫ ছক্কায় সেঞ্চুরি তুলে নেন গায়কোয়াড়।
চতুর্থ উইকেটে তিলক বর্মাকে সঙ্গে ৫৯ বলে দলের খাতায় যোগ করেন ১৪১ রান গায়কোয়াড়। তবে ভারতের সংগ্রহ এতোটাও বেশি হতো না শেষ ওভারে ম্যাক্সওয়েল বোলিংয়ে না আসলে। এই অফ-স্পিনারকে তুলোধুনো করে দলের খাতায় আরও ৩০ রান যোগ করেন গায়কোয়াড়-বর্মা।
বোলারদের বেধড়ক মারের দিনে ব্যাতিক্রম ছিলেন অজি পেসার জেসন বেরেনডফ। চার ওভার বল করে ১২ রানে এক উইকেট নেন বাঁহাতি এই পেসার।
মন্তব্য করুন: