নিউ জিল্যান্ডকে চাপে রেখেছে বাংলাদেশ
২৯ নভেম্বর ২০২৩

শুরুতেই দুই উইকেট হারিয়ে সিলেট টেস্টের প্রথম ইনিংসে বেশ চাপে আছে নিউ জিল্যান্ড। যদিও তাদের লম্বা ব্যাটিং লাইনআপ আছে। উইকেটে অপরাজিত আছেন কেন উলিয়ামসনের মতো ব্যাটার। বাংলাদেশও তাকিয়ে আছে স্পিনারদের দিকে। দ্বিতীয় দিনের প্রথম সেশন শেষে কিউইদের সংগ্রহ ২ উইকেটে ৭৮ রান। এখনও তারা ২৩২ রান পিছিয়ে আছে।
সিলেট টেস্টের দ্বিতীয় দিনে দেখেশুনে নিজেদের প্রথম ইনিংস শুরু করেন নিউ জিল্যান্ডের দুই ওপেনার টম ল্যাথাম এবং ডেভন কনওয়ে। স্কোরবোর্ডে ৩৬ রান যোগ হতেই তাইজুল ইসলামকে সুইপ করতে গিয়ে শর্ট ফাইন লেগে নাঈম হাসানের তালুবন্দি হন ২১ রান করা ল্যাথাম। অপর ওপেনার ডেভন কনওয়েও (১২) টিকতে পারেননি। মেহেদী হাসান মিরাজের ঘূর্ণিতে সিলি পয়েন্টে ডান দিকে ঝাঁপিয়ে অসাধারণ ক্যাচ নেন শাহাদাত হোসেন। দিনের প্রথম সেশনের বাকি সময়টা নিরাপদে কাটিয়ে দেন কেন উইলিয়ামসন (২৬*) এবং হেনরি নিকোলাস (১১*)।
এর আগে বুধবার দিনের প্রথম বলেই বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে ৩১০ রানে অল-আউট হয়। সর্বোচ্চ ৮৬ রান করেন ওপেনার মাহমুদুল হাসান জয়। আর কোনো ব্যাটার চল্লিশের ঘরেও যেতে পারেননি। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৩৫ বলে ৩৭ রানের ঝড়ো ইনিংস খেলে বাজে শটে আউট হন। অভিজ্ঞ মুমিনুল হক ৩৭ রান করেন। আরেক অভিজ্ঞ মুশফিকুর রহিম ১২ রান করে ফিরেন দৃষ্টিকটু শটে। শেষদিকে নুরুল হাসান সোহান ২৮ বলে ২৯, অভিষিক্ত শাহাদাত হোসেন ৫৪ বলে ২৪, শরীফুল ইসলাম ৯ বলে ১৩ রানের ইনিংস উপহার দেন।
মন্তব্য করুন: