দ্রাবিড়কে চুক্তি নবায়নের ‘প্রস্তাব দিয়েছে’ বিসিসিআই
২৯ নভেম্বর ২০২৩

রাহুল দ্রাবিড় না চাইলেও তাকে যে কোনো মূল্যেই প্রধান কোচ হিসেবে রাখতে চায় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বিশ্বকাপের পরই বিসিসিআইয়ের সঙ্গে দুই বছরের চুক্তি শেষ হয়েছে দ্রাবিড়ের। ভারতীয় গণমাধ্যমগুলো দাবি করে আসছিল, ভারতের এই ব্যাটিং কিংবদন্তি চুক্তি নবায়নে আগ্রহী নন। তবে বিসিসিআই দাবিড়কে চুক্তি নবায়নের আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে বলে জানিয়েছে ইএসপিএন ক্রিকইনফো।
২০২১ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর রবি শাস্ত্রীর স্থলাভিষিক্ত হয়েছিলেন রাহুল দ্রাবিড়। তার অধীনে সর্বশেষ এশিয়া কাপের শিরোপা জিতেছে ভারত। ঘরের মাঠের বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করেও রানার্স-আপ হতে হয়েছে। মূলত এ কারণেই নাকি দ্রাবিড় আর চুক্তি নবায়নে আগ্রহী নন। ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, গত সপ্তাহে দ্রাবিড়কে চুক্তি নবায়নের প্রস্তাব দিয়েছিল বিসিসিআই। দ্রাবিড় তাতে রাজি হয়েছেন কিনা সেটা জানা যায়নি। গত দুই বছরে দ্রাবিড় জাতীয় দলের যে কাঠামো তৈরি করেছিলেন, সেটার ধারাবাহিকতা নিশ্চিত করতেই দ্রাবিড়কে ফের প্রধান কোচ হিসেবে চায় বিসিসিআই।
দ্রাবিড় যদি চুক্তির মেয়াদ বাড়াতে রাজি হন, তাহলে দক্ষিণ আফ্রিকা সফর দিয়ে তার নতুন যাত্রা শুরু হবে। ১০ ডিসেম্বর থেকে শুরু হবে সেই সিরিজ। তিনটি করে ওয়ানডে আর টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দুই দল। এরপর ২৬ ডিসেম্বর থেকে সেঞ্চুরিয়নে প্রথম টেস্ট শুরু হবে। দ্বিতীয় টেস্ট কেপটাউনে শুরু হবে ৩ জানুয়ারি থেকে। এরপর জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজও খেলবে ভারত। এখন দেখার বিষয়, বিসিসিআইয়ের প্রস্তাবে দ্রাবিড় রাজি হন কি না।
মন্তব্য করুন: