দ্রাবিড়ই থাকছেন ভারতের কোচ
২৯ নভেম্বর ২০২৩

সকল জল্পনার অবসান ঘটিয়ে ভারতের প্রধান কোচের দায়িত্ব চালিয়ে যেতে রাজি হয়েছেন রাহুল দ্রাবিড়। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। তবে কত বছরের জন্য দ্রাবিড়ের মেয়াদ বাড়ানো হয়েছে তা আপাতত জানানো হয়নি।
২০২১ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর রবি শাস্ত্রীর স্থলাভিষিক্ত হয়েছিলেন রাহুল দ্রাবিড়। তার অধীনে সর্বশেষ এশিয়া কাপের শিরোপা জেতে ভারত। ঘরের মাঠের বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করেও রানার্স-আপ হতে হয়েছে। আসরের পরই দ্রাবিড়ের সঙ্গে বিসিসিআইয়ের চুক্তির মেয়াদ শেষ হয়ে যায়। শোনা যাচ্ছিল, দ্রাবিড় আর চুক্তি বাড়াতে রাজি নন। তবে শেষ পর্যন্ত চুক্তি নবায়নের প্রস্তাবেই রাজি হয়েছেন তিনি।
বিসিসিআই সভাপতি রজার বিনি এক বিবৃতিতে বলেছেন, “রাহুল দ্রাবিড়ের লক্ষ্য, পেশাদারিত্ব এবং অদম্য প্রচেষ্টা টিম ইন্ডিয়ার সাফল্যের গুরুত্বপূর্ণ স্তম্ভ। ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে তিনি সবসময় গবেষণা করেন। চ্যালেঞ্জ গ্রহণ করে সাফল্য এনে দেওয়ায় তার প্রতি আমার কৃতজ্ঞতা। দলের পারফর্মেন্সেই প্রমাণ হয় যে তার কৌশল কতটা কার্যকর। রাহুল প্রধান কোচ হিসেবে থেকে যাওয়ার প্রস্তাব গ্রহণ করায় আমি খুবই আনন্দিত। এটি তার এবং বিসিসিআইয়ের মধ্যকার পারস্পরিক শ্রদ্ধাবোধের পরিচয় দেয়। কোনো সন্দেহ নেই যে, তার অধীনে সাফল্যের পথে ভারতীয় দলের অগ্রযাত্রা চলবে।”
দ্বিতীয় মেয়াদে প্রধান কোচের দায়িত্ব গ্রহণের পর দ্রাবিড় বলেছেন, “ভারতীয় দলের সঙ্গে গত দুই বছর খুবই স্মরণীয়। আমরা একইসঙ্গে উত্থান এবং পতনের সাক্ষী হয়েছি। পুরো যাত্রাপথে দলের মাঝে অভূতপূর্ব সমর্থন এবং ঐক্য দেখেছি। ড্রেসিংরুমে যে সংস্কৃতি আমরা তৈরি করেছি, তার জন্য সত্যিকার অর্থেই আমি গর্বিত। এটা এমন একটি সংস্কৃতি, যা যে কোনো পরিস্থিতিতে ইতিবাচক থাকে। দলে দুর্দান্ত সব প্রতিভা আছে। আমরা সঠিক প্রক্রিয়া অনুসরণে জোর দিয়েছি। পাশাপাশি সঠিক প্রস্তুতি আমাদের পারফর্মেন্সে ইতিবাচক প্রভাব ফেলেছে। আমার দৃষ্টিভঙ্গি সমর্থন করে আমার ওপর আবারও আস্থা রাখার জন্য আমি বিসিসিআই কর্মকর্তাদের ধন্যবাদ জানাচ্ছি।”
মন্তব্য করুন: