উইলিয়ামসনের অসাধারণ সেঞ্চুরি

২৯ নভেম্বর ২০২৩

উইলিয়ামসনের অসাধারণ সেঞ্চুরি

সিলেটের ঘূর্ণি উইকেটে যেখানে ব্যাটিং করাই মুশকিল, সেখানে কেইন উইলিয়ামসন যেন ধ্যানমগ্ন ঋষি। সতীর্থদের আসা-যাওয়ার মাঝে একপ্রান্ত আগলে তুলে নিলেন টেস্ট ক্যারিয়ারের ২৯তম টেস্ট সেঞ্চুরি। বাংলাদেশের বিপক্ষে চতুর্থ। ম্যাচের দ্বিতীয় দিনের খেলার শেষ বেলায় অসাধারণ ব্যাটিংয়ে ১৮৯ বলে তিন অংক স্পর্শ করেন উইলিয়ামসন।  ৮০ ওভার শেষে কিউইদের সংগ্রহ ৬ উইকেটে ২৬২ রান।

সিলেট টেস্টের দ্বিতীয় দিনে দেখেশুনে নিজেদের প্রথম ইনিংস শুরু করেন নিউ জিল্যান্ডের দুই ওপেনার টম ল্যাথাম এবং ডেভন কনওয়ে। স্কোরবোর্ডে ৩৬ রান যোগ হতেই তাইজুল ইসলামকে সুইপ করতে গিয়ে শর্ট ফাইন লেগে নাঈম হাসানের তালুবন্দি হন ২১ রান করা ল্যাথাম। অপর ওপেনার ডেভন কনওয়েও (১২) টিকতে পারেননি। মেহেদী হাসান মিরাজের ঘূর্ণিতে সিলি পয়েন্টে ডান দিকে ঝাঁপিয়ে অসাধারণ ক্যাচ নেন শাহাদাত হোসেন। তৃতীয় উইকেটে ৫৪ রানের জুটি উপহার দেন কেইন উইলিয়ামসন এবং হেনরি নিকোলাস। দ্বিতীয় সেশনের শুরুতে নিকোলাসকে (১৯) ফিরিয়ে জুটি ভাঙেন মিরাজ।

একপ্রান্ত আগলে রাখা উইলিয়ামসন ৭৫ বলে ফিফটি তুলে পূরণ করেন। অন্যপ্রান্তে ৪১ রান তুলে ফেলা ড্যারি মিচেলকে স্টাম্পিং করে ৬৬ রানের জুটি ভাঙেন সোহান। সেই তাইজুলই দ্বিতীয় সেশনের শেষদিকে উইলিয়ামসনের সহজ ক্যাচ ফেলে তাকে জীবন দেন। তৃতীয় সেশনের শুরুতে টম ব্লান্ডেলকে (৬) সোহানের গ্লাভসবন্দি করে প্রথম শিকার ধরেন নাঈম হাসান। দিনের শেষদিকে অসাধারণ নান্দনিক ব্যাটিংয়ে ১৮৯ বলে সেঞ্চুরি পূরণ করেন উইলিয়ামসন। এটা তার টেস্ট ক্যারিয়ারের ২৯তম সেঞ্চুরি।

এর আগে বুধবার দিনের প্রথম বলেই বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে ৩১০ রানে অল-আউট হয়। সর্বোচ্চ ৮৬ রান করেন ওপেনার মাহমুদুল হাসান জয়। আর কোনো ব্যাটার চল্লিশের ঘরেও যেতে পারেননি। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৩৫ বলে ৩৭ রানের ঝড়ো ইনিংস খেলে বাজে শটে আউট হন। অভিজ্ঞ মুমিনুল হক ৩৭ রান করেন। আরেক অভিজ্ঞ মুশফিকুর রহিম ১২ রান করে ফিরেন দৃষ্টিকটু শটে। শেষদিকে নুরুল হাসান সোহান ২৮ বলে ২৯, অভিষিক্ত শাহাদাত হোসেন ৫৪ বলে ২৪, শরীফুল ইসলাম ৯ বলে ১৩ রানের ইনিংস উপহার দেন।

মন্তব্য করুন: