বায়ার্নের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ালেন নয়ার

২৯ নভেম্বর ২০২৩

বায়ার্নের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ালেন নয়ার

বুন্ডেসলিগা চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের সঙ্গে ২০২৫ সাল পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়িয়েছেন জার্মানির গোলরক্ষক মানুয়েল নয়ার।

স্কিইং করতে গিয়ে পা ভাঙার ১০ মাস পর গত অক্টোবরে দলে ফিরেছেন ৩৭ বছর বয়সী এই ফুটবলার।

জার্মান ক্লাবটির হয়ে ৫০০তম ম্যাচ খেলার দ্বারপ্রান্তে থাকা নয়ার এখন পর্যন্ত ১১টি লিগ শিরোপা জিতেছেন।

বায়ার্নের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানোর পর অভিজ্ঞ এই গোলরক্ষক বলেন, “আরও একটা বছর বায়ার্নে থাকতে পেরে আমি খুশি। দীর্ঘ চোটের পর আমি পুরো দমে ফিরে এসেছি।”

এই দলের সঙ্গে মাঠে থাকতে পারাটা আমার জন্য অনেক আনন্দের বিষয়। আমি নিশ্চিত, সামনের বছরগুলোতে সমর্থকদের সঙ্গে নিয়ে আমরা আমাদের বড় লক্ষ্যগুলো অর্জন করতে পারব। এবং অবশ্যই ২০২৫ সালে মিউনিখ স্টেডিয়ামে হতে যাওয়া চ্যাম্পিয়নস লিগ ফাইনাল তাদের মধ্যে অন্যতম।”

আলিয়াঞ্জ অ্যারেনায় দ্বিতীয়বারের মতো এবারের মৌসুমের চ্যাম্পিয়নস লিগ ফাইনাল অনুষ্ঠিত হবে। ২০১২ সালে ঘরের মাঠে চেলসির কাছে হেরে যায় বায়ার্ন।

মন্তব্য করুন: