টি-টুয়েন্টি সিরিজের শেষ দুই ম্যাচের ভারত দলে চাহার
২৯ নভেম্বর ২০২৩

অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের শেষ দুই ম্যাচের জন্য ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার দীপক চাহার।
২০২২ সালের ডিসেম্বরে ভারতের হয়ে সবশেষ ওয়ানডে খেলেছেন গত কয়েক বছর ধরে চোটের সঙ্গে লড়াই করা চাহার। টি-টুয়েন্টির টুর্নামেন্ট সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে রাজস্থানের হয়ে পাঁচ ম্যাচে ৭.৩৮ ইকোনোমিতে ১০ উইকেট নিয়েছেন ডানহাতি এই পেসার। ব্যাট হাতে ১৭১.৭৯ স্ট্রাইকরেটে ৩৯ বলে করেছের ৬৭ রান।
৫০ ওভারের বিজয় হাজরা ট্রফিতেও ভালো শুরু করেছেন চাহার। টুর্নামেন্টে এখন পর্যন্ত দুই ম্যাচের একটিতে অরুণাচল প্রদেশের বিপক্ষে ৫৬ বলে অপরাজিত ৬৬ রার বরেঠেন। অন্য ম্যাচে গুজরাটের বিপক্ষে ৪১ রান ৬ উইকেট নিয়েছেন চেন্নাই সুপার কিংসের এই ক্রিকেটার।
ভারতের প্রথম সারির পেসাররা কেউই ব্যাট হাতে তেমন কার্যকর নয়। তাই জুনে হতে যাওয়া টি-টুয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির জন্য চাহারের ফিরে আসাটা ভারতের জন্য ভালো খবর। চলমান অস্ট্রেলিয়া সিরিজের পর ভারত আরও ছয়টি আন্তর্জাতিক টি-টুয়েন্টি খেলবে। তারপর শুরু হবে আইপিএল।
মন্তব্য করুন: