খেলোয়াড়দের ফ্র্যাঞ্চাইজি লিগের আগে দেশকে রাখতে বললেন হাফিজ
২৯ নভেম্বর ২০২৩

পাকিস্তানি পেসার হারিস রউফ অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সফরে দলের যোগ দিতে অস্বীকার করার পর দলের পরিচালক মোহাম্মদ হাফিজ বলেছেন, পাকিস্তানের সঙ্গে চুক্তিবদ্ধ খেলোয়াড়দের অবশ্যই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের আগে জাতীয় দলের দায়িত্ব পালন করতে হবে।
ক্যারিয়ারে মাত্র একটি টেস্ট ও নয়টি প্রথম শ্রেণির ম্যাচ খেলা সাদা বলের বিশেষজ্ঞ রউফ অস্ট্রেলিয়া সফরের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। সেখানে পাকিস্তান তিনটি টেস্ট ম্যাচ খেলবে।
অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে মেলবোর্ন স্টারসে যোগ দেয়ার জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) অনুমোদনের অপেক্ষায় আছেন ৩০ বছর বয়সী এই তারকা।
সাবেক অধিনায়ক হাফিজ মঙ্গলবার সাংবাদিকদের বলেন, “সকল কেন্দ্রীয় চুক্তিবদ্ধ ও ঘরোয়া চুক্তিবদ্ধ সব খেলোয়াড়দের জন্য পাকিস্তান দলই অগ্রাধিকার।”
“২০-২৫ জন খেলোয়াড়কে এটি (চুক্তি) দেয়ার মানে… তারা খেলার জন্য প্রস্তুত থাকবে এটা নিশ্চিত করা।”
চলতি বছর ভারতে অনুষ্ঠিত ৫০ ওভারের বিশ্বকাপের সেমি-ফাইনালে উঠতে ব্যর্থ হওয়ার পর গঠিত একটি নতুন টিম ম্যানেজমেন্টের অংশ হাফিজ।
আগামী বছরের টি-টুয়েন্টি বিশ্বকাপের আগে খেলোয়াড়দের কাজের চাপকে বিবেচনা করে বিশ্বজুড়ে আকর্ষণীয় ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে অংশ নেয়ার জন্য তাদের অনাপত্তিপত্র (এনওসি) দেয়া হবে বলে জানান হাফিজ।
“টি-টুয়েন্টি বিশ্বকাপের দিকে এগিয়ে যাওয়ায় পাকিস্তানের যা প্রয়োজন তার উপর ভিত্তি করে এনওসি নীতি হবে।”
“পাকিস্তানের ফিট খেলোয়াড় দরকার হলে আমাদের তাদের উপযুক্ত কাজের চাপ নিশ্চিত করতে হবে। সর্বোচ্চ শক্তি ও প্রস্তুতি পাকিস্তানের জন্য থাকতে হবে।”
“যদি এর আশেপাশে (লিগগুলোতে) সুযোগ থাকলে তারা খেলতে পারবে। এটা অবশ্যই বিবেচনা করা হবে।”
মন্তব্য করুন: