পাকিস্তানের ব্যাটিং কোচ হলেন হলিওক

২৯ নভেম্বর ২০২৩

পাকিস্তানের ব্যাটিং কোচ হলেন হলিওক

ইংল্যান্ডের সাবেক অলরাউন্ডার অ্যাডাম হলিওককে অস্ট্রেলিয়া সফরের জন্য পাকিস্তানের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

৫২ বছর বয়সী হলিওককে ডিসেম্বর ও জানুয়ারিতে তিন ম্যাচের টেস্ট সিরিজের জন্য নতুন একটি কোচিং দলের অংশ হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।

সম্প্রতি শেষ হওয়া বিশ্বকাপের পর পুরো কোচিং স্টাফকে সরিয়ে দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

হলিওক ইংল্যান্ডের হয়ে চারটি টেস্ট ও ৩৫টি ওয়ানডে আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন।

অস্ট্রেলিয়ায় জন্ম নেওয়া সাবেক এই সারে ও এসেক্সের খেলোয়াড় এর আগে হংকং, আফগানিস্তান এবং ইংল্যান্ড লায়ন্সের কোচ হিসেবে দায়িত্ব পালন করেন।

গত সপ্তাহে পিসিবি অস্ট্রেলিয়া সফরের জন্য উমর গুলকে ফাস্ট বোলিং কোচ এবং সাঈদ আজমলকে স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে।

মন্তব্য করুন: