হেরাথের মতে দ্বিতীয় দিনটা ভালো কাটিয়েছে বাংলাদেশ

২৯ নভেম্বর ২০২৩

হেরাথের মতে দ্বিতীয় দিনটা ভালো কাটিয়েছে বাংলাদেশ

সিলেটে চলমান নিউ জিল্যান্ড টেস্টের দ্বিতীয় দিনটাখুব একটা ভালোভাবে শুরু করতে পারেনি বাংলাদেশ শেষ পর্যন্ত অবশ্য বল হাতে ভালোই সফলতা পেয়েছে নাজমুল হোসেন শান্তর দল তাই ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে দ্বিতীয় দিন নিয়ে সন্তুষ্টিই প্রকাশ করলেন স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ

দ্বিতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে হেরাথ বলেন, “আমি মনে করি, সব মিলিয়ে স্পিনাররা ভালো বোলিং করছে তবে আমরা আরেকটু চাপ তৈরি করতে পারতাম তবে শেষ পর্যন্ত আমরা আট উইকেট নিয়েছি, তাই এটা আসালে আমাদের জন্য ভালো দিনই ছিল

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ চারটি উইকেট শিকার করেছেন স্পেনার তাইজুল ইসলাম তাই সংবাদ সম্মেলনে তাকে নিয়েই বেশি প্রশ্ন শুনতে হয়েছে হেরাথকে শিষ্যকে নিয়ে খুশি হওয়ার কথা সরাসরিই বললেন এই লঙ্কান

তাইজুল সবময়ই সহায়তা করে, তাছাড়া সে আমাদের নেতৃত্বদানকারী স্পিনার সে অনেক চাপ তৈরি করার পাশাপাশি অনেক অ্যাঙ্গেলও তৈরি করেছেশেষ পর্যন্ত চারটি উইকেটও নিয়েছে এটা সবসময় অভিজ্ঞতা পিচসহ বাকি সবকিছু বোঝার সক্ষমতা প্রকাশ করে আজ সে যেভাবে বোলিং করেছে আমি তাতে খুবই খুশি

সাকিব খেলুক বা না খেলুক, তাইজুল আমাদের জন্য বড় ভূমিকা পালন করছে কারণ সে আক্রমণাত্মক রক্ষণাত্মক উভয় ভূমিকাই পালন করছেআমি নিশ্চিত সে সবসময় তার লাইন লেন্থের উপর নির্ভর করছে, তাই আমাদের এটা চালিয়ে যেতে হবে

দেড় বছরেরও বেশি সময় পর খেলতে নামা নাঈম হাসানকে তিনি হেরাথ বলেন, “নাঈম আসলে কয়েক বছর পরে খেলছে যে স্কোয়াডে ছিল না, তার এই মুহুর্তে ভালো বোলিং করাটা গুরুত্বপূর্ণ ভালো একটা চাপও তৈরি করেছে সে আমি লক্ষ্য করেছি সে ভালো লাইন লেন্থে বোলিং করে সে আত্মবিশ্বাস পেয়েছেএটা আমাদের জন্য ভালো একটা সম্ভাবনা

প্রথমবারের মতো লাল বলের ক্রিকেটে বাংলাদেশকে ভালোভাবে শান্ত নেতৃত্ব দিচ্ছেন বলেও মনে করেন হেরাথ

আমি মনে করি সে (শান্ত) ভালোভাবে সামলেছে, বোলারদের পরিবর্তন করেছেআমি মনে করি সে ভালো করছে

মন্তব্য করুন: