স্টোকসের হাঁটুতে সফল অস্ত্রোপচার

৩০ নভেম্বর ২০২৩

স্টোকসের হাঁটুতে সফল অস্ত্রোপচার

ভারত বিশ্বকাপেই জানিয়েছিলেন আসর শেষে হাঁটুর অস্ত্রোপচার করাবেন বেন স্টোকস। আর বিশ্বকাপ শেষ হওয়ার এক মাস না যেতেই বাঁ হাঁটুর অস্ত্রোপচার সম্পন্ন করেছেন এই ইংলিশ অল-রাউন্ডার। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি নিজেই।

বুধবার রাতে স্টোকসের ইনস্টাগ্রাম ও ‘এক্স’ অ্যাকাউন্টে পোস্ট করা এক ছবিতে দেখা যায় লন্ডনের ক্রমওয়েল হাসপাতালের গেটের সামনে ক্রাচে ভর দিয়ে দাঁড়িয়ে আছেন ইংল্যান্ড টেস্ট অধিনায়ক। ক্যাপশনে লেখেন, “গেলাম এবং বের হলাম। ছুরির কাজ সম্পন্ন। এখন পুনর্বাসন শুরু হবে। ছবি ক্যাপশন দেখে তাই ধারণা করা হচ্ছে তার অস্ত্রোপচার সফল হয়েছে।

দীর্ঘদিন ধরে হাঁটুর সমস্যায় ভুগছিলেন স্টোকস। ফলে ব্যাট হাতে ইংল্যান্ডের হয়ে দারুণ পারফর্ম করলেও বল হাতে খুব একটা দেখা যেত না ৩২ বছর বয়সী এই অল-রাউন্ডারকে।

আপাতত পুর্নবাসন প্রক্রিয়ার মধ্যে থাকবেন ইংলিশ টেস্ট অধিনায়ক। তিনি কবে নাগাদ মাঠে ফিরবেন তা জানা না যায়নি। তবে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে স্টোকস জানিয়েছিলেন, আগামী ২৫ জানুয়ারী ভারতের মাটিতে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের আগেই সুস্থ হয়ে উঠবেন তিনি।

দেড় বছরের বেশি সময় এই হাঁটুর চোট বড্ড ভুগিয়েছে স্টোকসকে। অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাসেজ সিরিজের লর্ডস টেস্টে চোট নিয়েই দলকে ম্যাচটি প্রায় জিতিয়েও দিয়েছিলেন। তবে ২১৪ বলে ১৫৫ রান করে স্টোকস থামলে ম্যাচটি নিজেদের করে নেয় অজিরা।

অবসর ভেঙে বিশ্বকাপের আগে ঘরের মাঠে নিউজিল্যান্ড বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলেন স্টোকস। হাঁটুর সমস্যায় বিশ্বকাপের প্রথম তিন ম্যাচে মাঠে নামেননি। শুধু ব্যাটার ম্যাচে দুটি অর্ধ-শতক একটি শতকে করেছেন ৩০৪ রান, যা আসরে ইংলিশদের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ।

মন্তব্য করুন: