নিউ জিল্যান্ড সফরে অধিনায়ক শান্ত, দলে ফিরলেন সৌম্য
৩০ নভেম্বর ২০২৩

নিউ জিল্যান্ডের বিপক্ষে চলা টেস্টে নেতৃত্ব দেওয়া নাজমুল হোসেন শান্তকেই অধিনায়ক করে নিউ জিল্যান্ড সফরের ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দুই ফরম্যাটের দলেই ফেরানো হয়েছে সৌম্য সরকারকে। তাছাড়া ওয়ানডে দলে ডাক পেয়েছেন অভিষেকের অপেক্ষায় থাকা স্পিনার রিশাদ হোসেন ও রাকিবুল হাসান।
গত টি-টুয়েন্টি বিশ্বকাপের পর আর বাংলাদেশের জার্সি গায়ে ২০ ওভারের ম্যাচ খেলেননি সৌম্য। ওয়ানডে ক্রিকেটে তিনি সর্বশেষ খেলেছেন চলতি বছরের সেপ্টেম্বরে, নিউ জিল্যান্ডের বিপক্ষে। সর্বশেষ ওয়ানডে সিরিজটিতে সফলতার মুখ দেখেননি টপ অর্ডারের এই ব্যাটার।
তাছাড়া ওয়ানডে দলে ফেরানো হয়েছে মিডল অর্ডারের ব্যাটার আফিফ হোসেনকেও। চলতি বছরের এশিয়া কাপে খেললেও তাকে বিশ্বকাপের দল থেকে বাদ দেয়া হয়েছিল।
রিশাদ ও রাকিবুল আন্তর্জাতিক টি-টুয়েন্টি খেললেও ওয়ানডে ক্রিকেটে অভিষেকের অপেক্ষায় আছেন।
বাংলাদেশ দলের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান চোটের কারণে কিউইদের বিপক্ষে চলমান টেস্ট সিরিজে খেলছেন না। প্রতিপক্ষের মাঠে আসন্ন সিরিজ দুটিতেও খেলবেন না এই অল রাউন্ডার। তাছাড়া বিশ্বকাপ দলে থাকা তাসকিন আহমেদ ও মাহমুদউল্লাহ রিয়াদও চোটের কারণে দলে ডাক পাননি। নাসুম আহমেদকে কোনো চোট না থাকার পরও দলে রাখা হয়নি।
ড্যানেডিন, নেলসন ও নেপিয়ারে যথাক্রমে আগামী ১৭, ২০ ও ২৪ ডিসেম্বর ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর ২৭ ডিসেম্বর নেপিয়ারে প্রথম টি-টুয়েন্টি হওয়ার পর বাকি দুটি ম্যাচ ২৯ ও ৩১ ডিসেম্বর মাউন্ট মঙ্গানুইতে অনুষ্ঠিত হবে।
ওয়ানডে দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, এনামুল হক বিজয়, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, লিটন দাস, আফিফ হোসেন, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ, রিশাদ হোসেন ও রাকিবুল হাসান।
টি-টুয়েন্টি দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, রনি তালুকদার, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, আফিফ হোসেন, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), শেখ মাহেদী হাসান, মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, হাসান মাহমুদ, রিশাদ হোসেন, তানভীর ইসলাম ও তানজিম হাসান সাকিব।
মন্তব্য করুন: