শান্ত খেলাটা খুব ভালো বোঝে: মুমিনুল
৩০ নভেম্বর ২০২৩

বাংলাদেশের প্রথম টেস্ট অধিনায়ক হিসেবে অভিষেক ম্যাচ সেঞ্চুরি করেছেন নাজমুল হোসেন শান্ত। টেস্টে ফর্মে থাকা এই ব্যাটারকে প্রশংসায় ভাসাতে ভুল করেননি সাবেক অধিনায়ক মুমিনুল হক। শান্ত ক্রিকেট খুব ভালোভাবে বোঝেন বলে জানালেন তিনি।
বৃহষ্পতিবার সিলেট টেস্টের তৃতীয় দিনের খেলা শেষে মুমিনুল সাংবাদিকদের বলেন, “খেলোয়াড় হিসেবে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে (ছন্দ) ধরে রাখা। ঐ জিনিসটা ওর ভিতরে আছে… সে খেলাটা খুব ভালো বোঝে, ও নিজের খেলা সম্পর্কে খুব ভালো জানে… সেটা টেস্ট হোক ওয়ানডে হোক।”
“অনেকে থাকে টেস্টে হয়তো একরকম খেলে টি-টুয়েন্টিতে একরকম খেলে। কিন্তু ও পরিস্থিতি বুঝে, প্রতিপক্ষ দলের পরিকল্পনা বুঝে। কোন পরিকল্পনায় কী খেলতে হবে না করতে হবে সেটা খুব ভালো বোঝে।”
দুই দলের একটি করে ইনিংস শেষ হওয়ার পর ৭ রানে এগিয়ে ছিল নিউ জিল্যান্ড। প্রথম ইনিংসে ব্যাট হাতে টাইগাররা খুব ভালো করতে না পারলেও তৃতীয় দিন শেষে ৭ উইকেট হাতে নিয়ে ২০৫ রানে এগিয়ে আছে শান্তর দল। তাই কিউইদের সামনে যে স্বাগতিকরা বড় লক্ষ্য দিতে পারবে, সেটা ভাবাটাই স্বাভাবিক।
ঠিক কত রানের লক্ষ্য দিলে বাংলাদেশ নিশ্চিন্তভাবে খেলতে পারবে এমন এক প্রশ্নের উত্তর দেয়া মুমিনুলের জন্য কঠিন হলেও নিজের আশাটা জানিয়েছেন তিনি।
“এটা বলাটা খুবই কঠিন। এখনো পর্যন্ত আমার কাছে মনে হয়েছে উইকেট ভালো… চারশ হতে পারে সাড়ে তিনশও হতে পারে… তো চারশ হলে ঠিক আছে।”
মন্তব্য করুন: