বল হাতে সফলতার কৃতিত্ব শান্তকেও দিলেন মুমিনুল

৩০ নভেম্বর ২০২৩

বল হাতে সফলতার কৃতিত্ব শান্তকেও দিলেন মুমিনুল

সিলেট টেস্টে নিজের বল হাতে সফলতা পাওয়ার পেছনে অধিনায়ক হিসেবে অভিষেক হওয়া শান্তকেও কৃতিত্ব দিচ্ছেন মুমিনুল হক।

নিউ জিল্যান্ড ইনিংসে নিজের প্রথম ওভারেই গ্লেন ফিলিপসকে ৪২ রানে সাজঘরে ফিরিয়েছিলেন মুমিনুল। তৃতীয় দিনে নিজের প্রথম ওভারে তিনি কাইল জেমিসনকে (২৩) এলবিডব্লিউ করার পর করেন টিম সাউদিকে (৩৫) বোল্ড করে ইনিংস গুটিয়ে দেন।

তৃতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের এই সাবেক টেস্ট অধিনায়ক বলেন, “(বোলিং নিয়ে) ভাবনা ঐরকম কিছু ছিল না। অধিনায়ক চেয়েছে একটু ভিন্ন কিছু করবে, সে করেছে… হয়ে গেছে। এটা সে নিজে থেকেই করেছে।”

“দল তো ভালোই খেলছে। সে হিসেবে আমার কাছে মনে হয় (শান্তর অধিনায়কত্ব) ভালো… সে নেতা হিসেবে ভালো। তার যেটা মনে হয় সে সেটাই করে।”

গত সেপ্টেম্বরে নিউ জিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে অধিনায়ক হিসেবে অভিষেক হয় শান্তর। সেই ম্যাচে তিনি ৭৬ রানের ইনিংস খেলে ওয়ানডেতে অধিনায়ক হিসেবে অভিষেকে সবচেয়ে বেশি রান করা বাংলাদেশি ক্রিকেটর বনে যান। এবার একই দলের বিপক্ষে প্রথম বাংলাদেশি অধিনায়ক হিসেবে টেস্ট অভিষেকে সেঞ্চুরি করলেন এই টপ অর্ডার ব্যাটার।

মন্তব্য করুন: