উইলিয়ামসন-রাচিনের ব্যাটে উড়েই গেল দ. আফ্রিকা
৭ ফেব্রুয়ারি ২০২৪
নিউ জিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট জেতার জন্য বিশ্ব রেকর্ড গড়তে হতো দক্ষিণ আফ্রিকাকে। তবে খর্বশক্তির প্রোটিয়াদের জন্য যে কাজটা একপ্রকার অসাধ্যই ছিল তা জানা ছিল সবার। ম্যাচের ফল ছাপিয়ে দেখার বিষয় ছিল নিল ব্র্যান্ডের দল ম্যাচটিকে পঞ্চম দিনে নিয়ে যেতে পারে কি না। কিন্তু স্বাগতিক বোলারদের তোপে চতুর্থ দিনেই শেষ হয়েছে ম্যাচ। ছয় অভিষিক্ত নিয়ে খেলতে নামা সফরকারীরা হেরেছে ২৮১ রানে।
বুধবার মাউন্ট মঙ্গানুইয়ে চতুর্থ দিনে আর ব্যাটিংয়ে না নেমে ৪ উইকেটে ১৭৯ রানে ইনিংস ঘোষণা করে নিউ জিল্যান্ড। ফলে, শেষ দুই দিনে দক্ষিণ আফ্রিকার সামনে জয়ের জন্য ৫২৯ রানের লক্ষ্য দাঁড়ায়। পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম চার ওভারের মধ্যেই সাজঘরে ফেরেন দুই ওপেনার। ম্যাচে বল হাতে সফল হলেও ব্যাট হাতে এই ইনিংসেও ব্যর্থ ছিলেন প্রোটিয়া অধিনায়ক নিল ব্র্যান্ড। ৩ রান করা ডানহাতি এই ব্যাটারের স্ট্যাম্প ভেঙে প্রথম আঘাত হানেন কিউই অধিনায়ক টিম সাউদি। পরের ওভারে শূন্য রানে আরেক ওপেনার এডওয়ার্ড মুরকে প্যাভিলিয়নের পথ দেখান ম্যাট হেনরি।
আরও পড়ুন: অপরাজিত ১৮ থেকে রাচিনের ২৪০
তৃতীয় উইকেটে ৬৩ রানের জুটি গড়ে দলের প্রাথমিক বিপর্যয় সামাল দিলেও দ্রুত দুই উইকেট হারিয়ে আবারও চাপে পরে প্রোটিয়ারা। ৭৩ রানে ৪ উইকেট হারানোর পর কিগান পিটারসনকে নিয়ে দলের হাল ধরেন ডেভিড বেডিংহ্যাম। তার পাল্টা আক্রমণের ব্যাটিংয়ে পঞ্চম উইকেট জুটিতে যোগ হয় ১০৫ রান। ৯৬ বলে ১৩ চার ও ৩ ছক্কায় নিজের তৃতীয় টেস্ট খেলতে নামা বেডিংহ্যাম করেন ৮৭ রান। ৩ রানের ব্যবধানে এই ব্যাটার সাজঘরে পরাজয় শুধু সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায় সফরকারীদের জন্য।
শেষ পর্যন্ত মিচেল স্যান্টনারের করা ৮০ তম ওভারের শেষ বলে ড্যান পিটারসন সাজঘরে ফিরলে ২৪৭ রানে গুঁটিয়ে যায় দক্ষিণ আফ্রিকার ইনিংস। কাইল জেইমিসন ৪টি ও স্যান্টনার নেন ৩টি উইকেট।
এর আগে প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও শতক হাঁকান কেইন উইলিয়ামসন। আর প্রথম ইনিংসে ম্যাচসেরা রাচিন রবীন্দ্রর ২৪০ রানের দুর্দান্ত এক ইনিংসে ৫১১ রানের সংগ্রহ পায় কিউইরা। জবাবে স্বাগতিক বোলারদের নৈপুণ্যে ১৬২ রানে শেষ হয় দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস। রানের হিসেবে প্রোটিয়াদের বিপক্ষে এটি সবচেয়ে বড় ব্যবধান জয় নিউ জিল্যান্ডের। আর ঘরের মাঠে দ্বিতীয় সর্বোচ্চ ব্যবধানে জয়।
মন্তব্য করুন: