দেশে ফিরতে চান সাকিব
১৬ এপ্রিল ২০২৫

মাঠের বাইরের বিভিন্ন কারণে দীর্ঘদিন ধরেই জাতীয় দলের বাইরে আছেন সাকিব আল হাসান। বাংলাদেশের মাটি থেকে টেস্ট ক্রিকেটকে বিদায় জানাতে চাইলেও রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশে ফিরতে পারেননি তিনি। তবে জাতীয় দলের হয়ে খেলার সম্ভাবনা ক্ষীণ হলেও হাল ছাড়ছেন না দেশসেরা এই অলরাউন্ডার। এখনও এক থেকে দুই বছর খেলা চালিয়ে যেতে পারবেন বলে বিশ্বাস তার।
রাজনৈতিক সংশ্লিষ্টতা ও নিরাপত্তা সংশয়ের কারণে গত আগস্টে সরকার পতনের পর থেকে দেশে ফিরতে পারেননি সাকিব। মাঝে অবৈধ অ্যাকশনের দায়ে বোলিং করা থেকে নিষিদ্ধ হওয়ায় জায়গা পাননি চ্যাম্পিয়নস ট্রফির দলেও।
বুধবার দেশের একটি ইংরেজি দৈনিকে প্রকাশিত একান্ত সাক্ষাৎকারে জাতীয় দলের হয়ে মাঠের নামার ইচ্ছার কথা জানান সাকিব। এজন্য নিজের সর্বোচ্চটা দিতে প্রস্তুত তিনি।
“আমি বুঝতে পারলাম সবকিছু শেষ হয়ে গেছে যখন দেখলাম এত চাপ নিয়ে খেলা সম্ভব হচ্ছে না। এটা না যে আমি দেশের হয়ে খেলতে চাই না। আমি এখনও বাংলাদেশের হয়ে খেলতে চাই, আর এই ইচ্ছা সবসময় থাকবে। আমি এটা নিয়ে বোর্ড প্রেসিডেন্ট থেকে শুরু করে সরকারের শীর্ষ মহল পর্যন্ত সবার সঙ্গে কথা বলেছি।”
“আমার সবচেয়ে বড় ইচ্ছা দেশের হয়ে খেলে বিদায় নেওয়া। যদি কোনো সুযোগ আসে, একটা সিরিজ, দুইটা সিরিজ বা এক বছর – যেটাই হোক, প্ল্যান করে ক্যারিয়ারটা শেষ করতে চাই। আমি এখনও চাই দেশের হয়ে খেলতে এবং এর জন্য নিজের সর্বোচ্চটা দিতে প্রস্তুত।”
তবে জাতীয় দলের হয়ে আবারও খেলার জন্য উপর মহলের সদিচ্ছা থাকা জরুরি বলে মনে করেন সাবেক এই অধিনায়ক।
“আমি মনে করি বাংলাদেশের হয়ে খেলাটা আমার প্রাপ্য। অনেক মানুষই চায় আমি দেশের হয়ে খেলে অবসর নেই। আমি বিশ্বাস করি আমি এখনও এক-দুই বছর খেলতে পারব। তবে এটার জন্য সদিচ্ছা লাগবে। আর এই সদ্বিচ্ছাটা আসতে হবে উপরের মহল থেকে।”
তবে দেশের হয়ে খেলার ইচ্ছা প্রকাশ করলেও দেশে ফিরতে হলে আবারও নিজের নিরাপত্তার নিশ্চয়তা চেয়ে সাকিব বলেন, “আমি ফিরতে চাই, যদি আমার নিরাপত্তা নিশ্চিত করা হয়।”
মন্তব্য করুন: