জিম্বাবুয়ের লিডের পর লড়ছে বাংলাদেশ
২১ এপ্রিল ২০২৫

দিনের শুরুতে আগের দিনের উদ্বোধনী জুটি ভেঙে ভালো কিছুর ইঙ্গিত দিয়েছিলেন নাহিদ রানা। তবে শন উইলিয়ামসের ব্যাটে প্রথম ইনিংসে লিড নেয় জিম্বাবুয়ে। ৫ উইকেট নিয়ে সেই লিড বড় করার পথে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। কিন্তু টেইলএন্ডারদের দৃঢ়তায় শেষ পর্যন্ত ৮২ রানের লিড নিয়েছিল তারা। জবাবে আবারও ব্যর্থ ওপেনিং জুটির পর মাহমুদুল হাসান জয় ও মুমিনুল হকের ব্যাটে দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ।
সোমবার সিলেটে প্রথম টেস্টের দ্বিতীয় দিন প্রথম ইনিংসে ২৭৩ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। নিজেদের দ্বিতীয় ইনিংসে এখন পর্যন্ত ১ উইকেটে ৫৭ রান তুলেছে বাংলাদেশ। এখনও পিছিয়ে আছে ২৫ রানে।
দ্বিতীয় ওভারে বেন কারেনকে (১৮) ফিরিয়ে দলকে স্বস্তি এনে দেন নাহিদ। এরপর ৫৯ রান করা আরেক ওপেনার ব্রায়ান বেনেটকেও তুলে নেন ডানহাতি এই ফাস্ট বোলার। পরের ওভারে দারুণ এক ইনসুইংয় ডেলিভারিতে নিক ওয়েলচকে বোল্ড করে সফরকারীদের চাপ বাড়িয়ে দেন হাসান মাহমুদ।
৮৮ রানে ৩ উইকেট হারানোর পর অধিনায়ক ক্রেইগ আরভিনকে নিয়ে দলকে টেনে তোলার চেষ্টা করেন উইলিয়ামস। কিন্তু আবারও বাধা হয়ে দাঁড়ান নাহিদ। এবার আরভিনকে তুলে নিয়ে ভাঙেন ৪১ রানের জুটি।
প্রথম সেশনে ৪ উইকেট তুলে নিয়ে প্রথম ইনিংসে লিডের আশা নিয়ে মধ্যাহ্ন ভোজের বিরতিতে যায় বাংলাদেশ। কিন্তু বিরতির পর উইলিয়ামসের ব্যাটে সেই আশা শেষ হয়ে যায়। লিড নেওয়ার পরই ৫৯ রান করা বাঁহাতি এই ব্যাটারকে ফিরিয়ে নিজের প্রথম শিকার ধরেন মিরাজ। তবে লোয়ার-অর্ডার ও টেইলএন্ডারদের ব্যাটিং নৈপুণ্যে এগিয়ে যেতে থাকে সফরকারীরা। শেষ দুই উইকেটে ৫০ রান যোগ করেন রিচার্ড এনগারাভা ও ব্লেসিং মুজারাবানি।
জিম্বাবুয়ে ইনিংসের শেষ ৫টি উইকেট নেন মিরাজ। ডানহাতি এই অফ স্পিনারের ক্যারিয়ারে এটি ইনিংসে ১১তম ৫ উইকেট। গতির ঝড় তুলে নাহিদের শিকার ৩টি। একটি করে উইকেট নেন হাসান ও খালেদ আহমেদ।
প্রথম ইনিংসের মতো এবারও ব্যর্থ বাংলাদেশের ওপেনিং জুটি থেকে আসে ১৩ রান। মুজারাবানির করা ইনিংসের চতুর্থ ওভারে দ্বিতীয় স্লিপে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন সাদমান (৪)। পরের ওভারে উইকেটকিপার বল তালুবন্দী করতে ব্যর্থ হন ক্যাচ দিয়ে বেঁচে যান জয়। এরপর বাকিটা সময় তাকে নিয়ে আর কোনো বিপদ হতে দেননি মুমিনুল। ২৮ রান নিয়ে জয় ও ১৫ রান নিয়ে মুমিনুল তৃতীয় দিনের খেলা শুরু করবেন।
মন্তব্য করুন: