টেস্ট অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে জাদেজার পরই মিরাজ

টেস্ট অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে জাদেজার পরই মিরাজ

জিম্বাবুয়ের বিপক্ষে সদ্য শেষ হওয়া টেস্ট সিরিজে ব্যাট-বলে দুর্দান্ত পারফর্ম করে বাংলাদেশকে সমতায় ফিরিয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। এর ফল হিসেবে টেস্টের অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে দুই নম্বরে উঠে এসেছেন তিনি।

বুধবার আইসিসির প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে টেস্ট অলরাউন্ডারদের তালিকায় একধাপ উপরে উঠে দুই নম্বরে অবস্থান করছেন মিরাজ। ২৭ বছর বয়সী এই অলরাউন্ডারের রেটিং পয়েন্ট ৩২৭, যা তার ক্যারিয়ারে সর্বোচ্চ। শীর্ষে থাকা ভারতের রবীন্দ্র জাদেজার চেয়ে মিরাজ পিছিয়ে আছেন ৭৩ রেটিং পয়েন্টে।

জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে ব্যাট হাতে এক সেঞ্চুরিতে ১১৬ রান করেন মিরাজ। অন্যদিকে ডানহাতি অফস্পিনে তার শিকার ১৫ উইকেট। এর মধ্যে সিলেটে অনুষ্ঠিত সিরিজের প্রথম টেস্টে শিকার করেন ১০ উইকেট।

চট্টগ্রামে সিরিজ বাঁচানো দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৭ নম্বরে মিরাজ যখন ব্যাটিংয়ে নামেন তখন দলের সংগ্রহ ছিল ৫ উইকেটে ২৬৭। সেখান থেকে টেইলএন্ডারদের নিয়ে জুটি গড়ে দলকে ২২৭ রানের লিড এনে দেন তিনি। ক্যারিয়ারের দ্বিতীয় শতকে শেষ ব্যাটার হিসেবে তিনি আউট হন ১০৪ রানে। এরপর বল হাতে ৫ উইকেট শিকার করে সেদিনই জিম্বাবুয়ের ইনিংস গুটিয়ে দিয়ে বাংলাদেশকে ইনিংস ও ১০৬ রানের ব্যবধানে ম্যাচ জেতান মিরাজ।

এই সেঞ্চুরিতে আট ধাপ উপরে উঠে ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে ক্যারিয়ার সেরা ৫৫ নম্বরে আছেন তিনি। অন্যদিকে বোলারদের তালিকায় দুই ধাপ এগিয়ে উঠে এসেছেন ক্যারিয়ার সেরা ২৪তম স্থানে। সিরিজে বল হাতে দুর্দান্ত পারফর্ম করা আরেক স্পিনার তাইজুল ইসলাম সাত ধাপ এগিয়ে ১৬ নম্বরে আছেন।

টেস্ট ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে ৮৯৫ রেটিং পয়েন্ট নিয়ে যথারীতি শীর্ষে আছেন ইংল্যান্ডের জো রুট। পরের দুটি অবস্থানে আছেন সতীর্থ হ্যারি ব্রুক ও নিউ জিল্যান্ডের কেইন উইলিয়ামসন।

বোলারদের তালিকায় ৯০৮ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে আছেন ভারতের গতি তারকা যশপ্রীত বুমরাহ। দুইয়ে আছেন দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদা। তিন নম্বরে আছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স।

মন্তব্য করুন: