পেস বোলিং কোচকে বিদায় জানাল বাংলাদেশ
১১ মে ২০২৫

চুক্তির মেয়াদ পূর্ণ হওয়ার বেশ আগেই জাতীয় দলের পেস বোলিং কোচ আন্দ্রে অ্যাডামসের সঙ্গে সম্পর্ক শেষ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ফলে আসন্ন সংযুক্ত আরব আমিরাত সফরে পেস বোলিং কোচ ছাড়াই খেলতে যাবে লিটন দাসের দল।
রোববার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের সংবাদ সম্মেলনের পর সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন বিসিবির মিডিয়া বিভাগের সিনিয়র ম্যানেজার রাবিদ ইমাম। চুক্তির একটি বিশেষ শর্ত মেনে অ্যাডামসকে বিদায় জানানো হয়েছে বলে জানান তিনি।
গত বছর মার্চে দুই বছরের চুক্তিতে নিউ জিল্যান্ডের সাবেক এই অলরাউন্ডারকে পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ দেয় বিসিবি। এক বছরের কিছু সময় সেই দায়িত্বের ইতি ঘটল।
গত সপ্তাহে আরব আমিরাত ও পাকিস্তান সফরের জন্য প্রস্তুতি ক্যাম্প শুরু হলেও সেখানে যোগ দেননি অ্যাডামস। তখন থেকেই ধারণা করা হচ্ছিল, জাতীয় দলের সঙ্গে তার পথ চলা হয়তো শেষ হয়ে গেছে।
নতুন পেস বোলিং কোচ হিসেবে অস্ট্রেলিয়ার সাবেক গতি তারকা শন টেইটকে নিয়োগ দেওয়া হবে বলে দেশের কয়েকটি গণমাধ্যমে খবর এসেছে। তবে বিষয়টি নিয়ে এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।
দুই ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলতে আগামী বুধবার সকালে আরব আমিরাতে যাবে বাংলাদেশ দল। সেখানে শারজা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে ১৭ ও ১৯ মে।
সূচি অনুযায়ী, এই সফর শেষে ২১ মে পাকিস্তান যাওয়ার কথা লিটনের দলের। কিন্তু ভারত-পাকিস্তানের সংঘাতের কারণে সিরিজ হওয়া নিয়ে শঙ্কা রয়েছে।
মন্তব্য করুন: