জিম্বাবুয়েকে আড়াই দিনেই হারাল ইংল্যান্ড

জিম্বাবুয়েকে আড়াই দিনেই হারাল ইংল্যান্ড

২২ বছর পর ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলার সুযোগ পেয়েছিল জিম্বাবুয়ে। কিন্তু ব্যাট-বলের লড়াইয়ে স্বাগতিকদের সামনে দাঁড়াতেই পারেনি তারা। প্রথম ইনিংসে তিন ব্যাটারের সেঞ্চুরিতে রান পাহাড়ে ওঠা ইংলিশদের হয়ে বাকি কাজটা সেরেছেন বোলাররা। আর তাতেই চার দিনের ম্যাচটি ইনিংস ও ৪৫ রানে জিতেছে বেন স্টোকসের দল।

শনিবার নটিংহ্যাম টেস্টের তৃতীয় দিন মধ্যাহ্ন ভোজের বিরতির পর নিজেদের দ্বিতীয় ইনিংসে ২৫৫ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। এর আগে ব্রায়ান বেনেটের সেঞ্চুরির পর দ্বিতীয় দিনের শেষ বেলায় প্রথম ইনিংসে ২৬৫ রান গুটিয়ে যায় তারা। দুই ইনিংস মিলিয়ে ৯ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন শোয়েব বশির।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে তিন টপ-অর্ডারের সেঞ্চুরিতে ৬ উইকেটে ৫৬৫ রানে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করে ইংল্যান্ড।

আক্রমণাত্মক ব্যাটিংয়ে উদ্বোধনী জুটিতে ২৩১ রান যোগ করেন জ্যাক ক্রলি ও বেন ডাকেট। ১৪০ রান করা ডাকেটের বিদায়ের পর জিম্বাবুয়ের ওপর ঝড় তোলেন অলি পোপ। ১২৪ রান করা ক্রলির বিদায়ে ভাঙে দ্বিতীয় উইকেটে ১৩৭ রানের জুটিটি।

এই ম্যাচ দিয়ে প্রথম ইংলিশ ব্যাটার হিসেবে টেস্টে ১৩ হাজার রান পূর্ণ করা জো রুট ফেরেন ৩৪ রান করে। দ্বিতীয় দিনের শুরুতে ১৭১ রান করে সাজঘরে ফেরেন পোপ। এরপর হ্যারি ব্রুকের ৫০ বলে ৫৮ রানের ইনিংসের পর নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করে ইংলিশরা।

ব্যাট হাতে প্রথম ইনিংসে জিম্বাবুয়েকে একাই টেনে নিয়ে যান বেনেট। তবে ইংলিশ পেসারদের তোপে অন্য ব্যাটাররা কেউই তাকে তেমন সঙ্গ দিতে পারেননি। ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরিতে ডানহাতি এই ওপেনার ১৩৯ রান করে আউট হলে দ্রুত শেষ হয় তাদের ইনিংস।

ফলো-অনে পড়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামা জিম্বাবুয়ের শুরুটা ভালো হয়নি। ৭ রানের ভেতর বেনেট ও অধিনায়ক ক্রেইগ আরভিনকে হারায় তারা। এরপর বেন কারেনকে নিয়ে লড়াই চালান শন উইলিয়ামস। কিন্তু ৮৮ রান করা এই ব্যাটার ফিরলে শেষ হয় ১২২ রানের জুটিটি। কারেন ফেরেন ৩৭ রান করে। এরপর সিকান্দার রাজার ৬০ রান কেবল পরাজয়ের ব্যবধান কমায়।

মন্তব্য করুন: