পাকিস্তানে ব্যাট হাতে আলো ছড়িয়ে ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিংয়ে তানজিদ

পাকিস্তানে ব্যাট হাতে আলো ছড়িয়ে ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিংয়ে তানজিদ

পাকিস্তানের বিপক্ষে সদ্য শেষ হওয়া টি-টুয়েন্টি সিরিজে বাংলাদেশের হয়ে ধারাবাহিক পারফরম্যান্স করেছিলেন কেবল তানজিদ হাসান তামিম। ব্যাট হাতে তিন ম্যাচেই তিরিশের বেশি রান করে এই ফরম্যাটে ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিংয়ে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার। তার মতো ক্যারিয়ার সেরা অবস্থানে উঠে এসেছেন শেষ ম্যাচে ফিফটি করা আরেক ওপেনার পারভেজ হোসেন ইমনও।

বুধবার প্রকাশিত আইসিসির র‌্যাঙ্কিংয়ে ব্যাটারদের তালিকায় ২৮ ধাপ করে এগিয়েছেন বাংলাদেশের এই দুই ওপেনার। এছাড়াও উন্নতি হয়েছে জাকের আলী অনিকেরও। তবে বোলারদের র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের কারোর কোনো উন্নতি হয়নি।

পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিত হওয়া সিরিজের তিন ম্যাচেই ব্যাট হাতে ভালো শুরু পান তানজিদ। কিন্তু নিজের ইনিংসকে বড় করতে পারেননি তিনি। তিন ম্যাচে যথাক্রমে রান করেন ৩১, ৩৩ ও ৪২। সিরিজে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ১০৬ রান করে র‍্যাঙ্কিংয়ের ৫৩ নম্বরে আছেন এই ওপেনার।

অন্যদিকে তার সঙ্গী ইমন প্রথম দুই ম্যাচে করেন ৪ ও ৮ রান। তবে শেষ টি-টুয়েন্টিতে বাঁহাতি এই ওপেনার ৩৪ বলে ৬৬ রানের ঝড়ো ইনিংস খেলেন। তানজিদের সঙ্গে শতরানের উদ্বোধনী জুটি গড়া এই ইনিংসটি খেলে তিনি ব্যাটারদের তালিকায় সেরা একশতে ঢুকেছেন। তিনি আছেন ৯৫তম স্থানে।

সিরিজে ৫১ রান করা জাকের ৩ ধাপ এগিয়ে বর্তমানে ৬৮ নম্বরে আছেন। টি-টুয়েন্টি র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সবার উপরে থাকা তাওহিদ হৃদয় ৭ ধাপ পিছিয়ে ৪১ নম্বরে আছেন।

সিরিজজুড়ে ব্যাট হাতে ধারাবাহিক মোহাম্মদ হারিস র‍্যাঙ্কিংয়ে বিশাল লাফ দিয়েছেন। শেষ ম্যাচে সেঞ্চুরি হাঁকানো পাকিস্তানের এই উইকেটকিপার-ব্যাটার সিরিজ শেষ করেন সর্বোচ্চ ১৭৯ রান নিয়ে। ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে ২১০ ধাপ এগিয়ে তিনি আছেন ৩০তম স্থানে।

বোলারদের তালিকায় বাংলাদেশের সবার ওপরে থাকা শেখ মাহেদী হাসান ৩ ধাপ নেমে ২২ নম্বরে আছেন।

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Add