২ মৌসুম পর সিপিএলে সাকিব

২ মৌসুম পর সিপিএলে সাকিব

দুই মৌসুম পর ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) দল পেয়েছেন সাকিব আল হাসান। বুধবার প্লেয়ার্স ড্রাফট থেকে বাংলাদেশের এই অলরাউন্ডারকে দলে নিয়েছে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকন্স।

এখন পর্যন্ত এখন পর্যন্ত সিপিএলের পাঁচটি আসরে তিনটি ভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন সাকিব। ২০২২ সালে সবশেষ তিনি গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে মাঠে নামেন।

আগামী ১৪ আগস্ট শুরু হবে সিপিএলের ত্রয়োদশ আসর। ফাইনাল অনুষ্ঠিত হবে ২১ সেপ্টেম্বর।

ওয়েস্ট ইন্ডিজের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে সব মিলিয়ে ৩৬ ম্যাচে ১০৯.৫ স্ট্রাইক রেটে সাকিব ৪৪৮ রান করেছেন, সর্বোচ্চ ইনিংস ৫৪ রানের। বাঁহাতি স্পিনে তার শিকার ৩৭ উইকেট। টুর্নামেন্টের ইতিহাসের সেরা বোলিং ফিগারের রেকর্ডও তার। ২০১৩ সালে বারবাডোজ ট্রাইডেন্টসের হয়ে ৪ ওভারে ৬ রানের খরচায় ৬ উইকেট নিয়েছিলেন তিনি।

গত ১ অক্টোবর ভারতের বিপক্ষে কানপুর টেস্টের শেষ দিনের পর থেকে বাংলাদেশের জার্সিতে আর মাঠে নামেননি সাকিব। মাঝে অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে সবধরনের ক্রিকেটে বোলিংয়ে নিষিদ্ধ হয়েছিলেন তিনি। তবে গত মার্চে বোলিং অ্যাকশন পরীক্ষায় উতরে আবারও বোলিংয়ের অনুমতি পান ৩৮ বছর বয়সী এই ক্রিকেটার।

গত মাসে ভারত ও পাকিস্তানের সংঘাতে পিএসএল স্থগিত হওয়ার পর নতুন করে শুরু হলে বদলি হিসেবে লাহোর কালান্দার্সে জায়গা পান সাকিব। প্রায় ৬ মাস পর মাঠে নেমে দলটির হয়ে তিনটি ম্যাচ খেলেন তিনি। তবে ব্যাট-বলে নিজেকে মেলে ধরতে ব্যর্থ হন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক।

মন্তব্য করুন: