ভারত না আসায় অন্য প্রতিপক্ষ খুঁজছে বিসিবি

১৬ জুলাই ২০২৫

ভারত না আসায় অন্য প্রতিপক্ষ খুঁজছে বিসিবি

আগামী আগস্টে ভারতের বিপক্ষে সাদা বলের সিরিজে ব্যস্ত থাকার কথা ছিল বাংলাদেশের। কিন্তু এক বছরের জন্য সেটি স্থগিত করা হয়েছে। সেই ফাঁকা সময়ে অন্য কোনো দলের সঙ্গে ম্যাচ আয়োজনের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির প্রধান নাজমূল আবেদীন ফাহিম।

সূচি অনুযায়ী, আগস্টের মাঝামাঝি তিনটি করে ওয়ানডে ও টি-টুয়েন্টি ম্যাচ খেলতে বাংলাদেশে আসার কথা ছিল ভারতের। তবে গত ৫ জুলাই সেই সফর স্থগিতের কথা জানায় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। সিরিজটি পিছিয়ে নেওয়া হয়েছে ২০২৬ সালের সেপ্টেম্বরে।

সিরিজ স্থগিত হওয়ায় শুরুতে বিসিবি সে সময় জাতীয় দলের কোনো ম্যাচ রাখাবে না বলে শোনা গেছিল। তবে বুধবার ক্রিকেট অপারেশন্স প্রধান জানান, ওই ফাঁকা সময়ে জাতীয় দলের জন্য নতুন প্রতিপক্ষ খোঁজা হচ্ছে। তবে না হলে ‘এ দলের বিপক্ষে ম্যাচ খেলতে পারে লিটন-মিরাজরা।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে সাংবাদিকদের ফাহিম বলেন, “আমরা ভেবেছিলাম, ওই সময়টায় আমরা ইন্টারনালি কিছু ম্যাচের আয়োজন করতে পারি কি না। এর আগেও আমরা এ রকম করেছি। ‘এ দলের সঙ্গে খেলেছিল জাতীয় দল। সে রকম একটা কিছু। এটা ছিল আমাদের আগের পরিকল্পনা।

এখন আমরা ভেবে দেখছি যে এর পাশাপাশি কোনো দলের সঙ্গে আমরা খেলতে পারি কি না বা বাইরে কোথাও গিয়ে খুব অল্প সময়ের জন্য কিছু খেলা যায় কি না, কোনো সুযোগ পাওয়া যায় কি না। সে জিনিসগুলো আমরা দেখছি। যদি সুযোগ না হয়, তাহলে আমরা হয়তো নিজেদের মধ্যে খেলব।

শ্রীলঙ্কা সফর শেষে আগামী রোববার ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজ খেলতে নামবে বাংলাদেশ। তিন ম্যাচের সিরিজ খেলতে বুধবার ঢাকায় পৌঁছেছে পাকিস্তান। এই সিরিজ শেষে আগামী সেপ্টেম্বর পর্যন্ত কোনো আন্তর্জাতিক ম্যাচ নেই বাংলাদেশের। সেপ্টেম্বরে টি-টুয়েন্টি ফরম্যাটে এশিয়া কাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

মন্তব্য করুন: