ভারতের সঙ্গে আলোচনার পর এশিয়া কাপ নিয়ে সিদ্ধান্ত
২৪ জুলাই ২০২৫

ভারতসহ কয়েকটি দেশের অংশগ্রহণ নিয়ে শঙ্কা থাকলেও শেষ পর্যন্ত ২৫ সদস্যের সবাইকে নিয়েই ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। তবে আগামী এশিয়া কাপের আয়োজনের বিষয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আসেনি। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সঙ্গে আলোচনার পর এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলে জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান মহসিন নাকভি।
বৃহস্পতিবার ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এসিসির বার্ষিক সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে এশিয়া কাপের ভবিষ্যৎ নিয়ে মহসিন বলেন, “এটা ঘোষণা করা হবে দ্রুতই। আমরা আলোচনা করছি বিসিসিআইয়ের সঙ্গে। আশা করি, দ্রুত সমাধান করতে পারব।”
বুধবার এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানায়, আগামী ১০ থেকে ২৮ সেপ্টেম্বরের মধ্যে সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপ অনুষ্ঠিত হতে পারে। বিষয়টি নিয়ে জানতে চাওয়া হলে এসিসি প্রধান বলেন, “আমরা এটা দ্রুত ঘোষণা করব।”
পূর্বনির্ধারিত সভায় যোগ দিতে অস্বীকৃতি জানায় বিসিসিআই। পরে তাদের সঙ্গে এই তালিকায় যোগ হয় শ্রীলঙ্কা ও আফগানিস্তানের ক্রিকেট বোর্ডও। তবে শেষ পর্যন্ত ভার্চুয়ালি এই সভায় বিসিসিআইয়ের প্রতিনিধি হিসেবে যোগ দেন ভাইস-প্রেসিডেন্ট রাজিব শুক্লা। সভায় ছিলেন শ্রীলঙ্কান ও আফগান প্রতিনিধিরা।
বার্ষিক সভা সফলভাবে আয়োজন করায় বিসিবির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মহসিন বলেন, “প্রথমত, এজিএম খুব ভালো হয়েছে। এসিসিতে আমাদের ২৫ জন মেম্বার আছে, সবাই এই সভায় যোগ দিয়েছে। দ্বিতীয়ত, আমি সবার কাছে কৃতজ্ঞ যারা এখানে এসেছে এবং যারা অনলাইনে যোগ দিয়েছে।”
ক্রিকেটকে রাজনীতির বাইরে রাখার বিষয়ে এসিসি প্রধান বলেন, “আমরা সবাই সিদ্ধান্ত নিয়েছি ক্রিকেটের জন্য কাজ করার। আমরা কেউই আমাদের কোনো সংস্থার ভেতরে রাজনীতি চাই না। দারুণ আবহে খুবই ভালো সভা ছিল। আশা করি, ভবিষ্যতেও এই ধরনের মিটিং করব আমরা।”
মন্তব্য করুন: