ব্র্যাডম্যান-গাভাস্কারের পাশে অধিনায়ক গিল

২৭ জুলাই ২০২৫

ব্র্যাডম্যান-গাভাস্কারের পাশে অধিনায়ক গিল

ভারতের টেস্ট অধিনায়ক হিসেবে নিজের প্রথম সিরিজে দুর্দান্ত সময় পার করছেন শুভমান গিল। ইংল্যান্ডের বিপক্ষে ওল্ড ট্র্যাফোর্ডে সিরিজের চতুর্থ টেস্টে দলের হার এড়ানোর চেষ্টায় ডানহাতি এই ব্যাটার হাঁকিয়েছেন সেঞ্চুরি। আর এতেই অধিনায়ক হিসেবে এক সিরিজে সবচেয়ে বেশি সেঞ্চুরি হাঁকানোর তালিকায় দুই কিংবদন্তি ডোনাল্ড ব্র্যাডম্যান ও সুনীল গাভাস্কারকে স্পর্শ করেছেন তিনি।

রোববার ওল্ড ট্র্যাফোর্ড টেস্টের পঞ্চম দিন মধ্যাহ্ন ভোজের বিরতির আগে ক্রিস ওকসের করা ডেলিভারিটি পয়েন্টের দিকে ঠেলে দিয়ে এক রান নিয়ে সিরিজে নিজের চতুর্থ সেঞ্চুরি পূর্ণ করেন গিল। শেষ পর্যন্ত তার ১০৩ রানের ইনিংসটি থামান জোফরা আর্চার।

অধিনায়ক হিসেবে টেস্টে এক সিরিজে এতদিন ৪টি সেঞ্চুরি ছিল কেবল ব্র্যাডম্যান ও গাভাস্কারের।

১৯৪৭-৪৮ মৌসুমে ভারত সফরে ৫ ম্যাচের ৬ ইনিংসে এই কীর্তি গড়েছিলেন সর্বকালে সেরা ব্যাটার হিসেবে বিবেচিত হওয়া ব্র্যাডম্যান। এর প্রায় ৩০ বছর পর ১৯৭৮-৭৯ মৌসুমে ওয়েস্ট ইন্ডিজ ভারত সফরে আসলে ৬ টেস্টে ৯ ইনিংসে ৪টি সেঞ্চুরি হাঁকান টেস্ট ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করা গাভাস্কার।

ভারতীয় কিংবদন্তির এই কীর্তি প্রায় ৪৭ বছর পর স্পর্শ করলেন গিল। ওভালে সিরিজের শেষ টেস্টে আরেকটি সেঞ্চুরি করতে পারলেই ব্র্যাডম্যান ও গাভাস্কারকে ছাড়িয়ে অধিনায়ক হিসেবে ইতিহাসের পাতায় নাম তুলবেন ২৬ বছর বয়সী এই ব্যাটার। শুধু তাই নয়, ইতিহাসের দ্বিতীয় ব্যাটার হিসেবে এক সিরিজে ৫টি শতক হাঁকানোর রেকর্ডও গড়বেন তিনি।

টেস্টে এক সিরিজে সবচেয়ে বেশি সেঞ্চুরি হাঁকানোর রেকর্ডটি ক্লাইড ওয়ালকটের। ১৯৫৫ সালে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ টেস্টের ১০ ইনিংসে ৫টি সেঞ্চুরি হাঁকান ওয়েস্ট ইন্ডিজের এই কিংবদন্তি।

এ তো গেল সেঞ্চুরির হিসাব। অধিনায়ক হিসেবে এখন পর্যন্ত চলতি সিরিজে ৮ ইনিংসে ৭২২ রান করেছেন গিল। আগামী বৃহস্পতিবার শুরু হতে যাওয়া সিরিজের শেষ টেস্টে ৮৯ রান করতে পারলেই ব্র্যাডম্যানকে ছাড়িয়ে অধিনায়ক হিসেবে এক সিরিজে সর্বোচ্চ রানের মালিক বনে যাবেন তিনি। ১৯৩৬-৩৭ মৌসুমে ইংল্যান্ডের মাটিতে ৫ ম্যাচে ৯ ইনিংসে ৮১০ রান করেছিলেন ব্র্যাডম্যান।

এই তালিকায় বর্তমানে ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি গ্যারি সোবার্সের সঙ্গে যৌথভাবে চার নম্বরে আছেন গিল। অধিনায়ক হিসেবে এক সিরিজের ভারতের হয়ে সর্বোচ্চ রান গাভাস্কারের (৭৩২)।

অন্যদিকে এক সিরিজে ভারতের হয়ে সর্বোচ্চ রানের রেকর্ডটিও ডানহাতি এই ব্যাটারের। ১৯৭০-৭১ মৌসুমে ওয়েস্ট ইন্ডিজ সফরে ৪ ম্যাচে ৮ ইনিংসে ৭৭৪ রান করেছিলেন তিনি। সেটি ছিল গাভাস্কারের অভিষেক সিরিজ।

টেস্টে এক সিরিজে সবচেয়ে বেশি রানের রেকর্ডটিও ব্র্যাডম্যানের। ১৯৩০ সালে ইংল্যান্ড সফরে ৫ ম্যাচের ৭ ইনিংসে ৯৭৪ রান করেছিলেন ডানহাতি এই ব্যাটার।

ইংল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচে গিল কি পারবেন এতগুলো রেকর্ড নিজের দখলে করে নিতে?

মন্তব্য করুন: