ফারহান-সাইমের ফিফটিতে সিরিজ জিতল পাকিস্তান

ফারহান-সাইমের ফিফটিতে সিরিজ জিতল পাকিস্তান

সাহিবজাদা ফারহান ও সাইম আইয়ুবের শতরানের উদ্বোধনী জুটিতে বড় সংগ্রহের ভিত পেয়েছিল পাকিস্তান। লক্ষ্য তাড়ায় ভালো শুরু পেলেও সফরকারী স্পিনারদের নৈপুণ্যে পরে তা আর ধরে রাখতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। ১৩ রানের জয়ে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজটি ২-১ ব্যবধানে নিজেদের করে নিয়েছে সালমান আলী আগার দল।

ফ্লোরিডায় বাংলাদেশ সময় সোমবার সকালে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ফারহান ও সাইমের ফিফটিতে ৪ উইকেটে ১৮৯ রানের সংগ্রহ পায় পাকিস্তান। জবাবে ৬ উইকেটে ১৭৬ রানে থামে ওয়েস্ট ইন্ডিজ।

দেশটির বিপক্ষে এটি পাকিস্তানের টানা সপ্তম টি-টুয়েন্টি সিরিজ জয়।

টস জিতে ব্যাটিংয়ে নামা পাকিস্তানের শুরুটা এদিন হয় দুর্দান্ত। গত ম্যাচে ব্যর্থ হওয়া দুই ওপেনার ফারহান ও সাইম কিছুটা সময় নিয়ে বোলারদের ওপর ঝড় তোলেন। প্রথম ১০ ওভারে দলের খাতায় যোগ করেন ৮২ রান। ৩৪ বলে ক্যারিয়ারের তৃতীয় ফিফটি তুলে নেন ফারহান। এর খানিকবাদে ব্যক্তিগত ৫৩ রানে জীবন পান তিনি। সঙ্গীর দেখানো পথ ধরে ৩৭ বলে সিরিজে নিজের দ্বিতীয় ফিফটি তুলে নেন সাইম।

৭৪ রান করা ফারহানকে ফিরিয়ে ১৩৮ রানের এই জুটি ভাঙেন শামার জোসেফ। শেষ দিকে খুশদিল শাহর ৬ বলে ১১ ও ফাহিম আশরাফের ৩ বলে ১০ রানের ইনিংসে বড় সংগ্রহ দাঁড় করায় পাকিস্তান। সাইম করেন ৬৬ রান।

জবাবে ক্যারিবিয়ানদের উড়ন্ত সূচনা এনে দেন জুয়েল অ্যান্ড্রু ও অ্যালিক অ্যাথানেজ। এই দুই ব্যাটার উদ্বোধনী জুটিতে ২৬ বলে যোগ করেন ৪৪ রান। অধিনায়ক শাই হোপ (৭) কিছু করতে না পারলেও বোলারদের ওপর ঝড় তুলে ৪০ বলে ৬০ রান করেন অ্যাথানেজ। সাইমের বলে ডানহাতি এই ব্যাটার যখন সাজঘরে ফেরেন তখন ৭ ওভারে দলের দরকার ছিল ৮০ রান, হাতে ছিল ৭ উইকেট।

কিন্তু সুফিয়ান মুকিমের ঘূর্ণি ও অন্যান্য বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ম্যাচ থেকে প্রায় ছিটকে যায় ক্যারিবিয়ানরা। ১৭তম ওভার শেষে স্বেচ্ছায় আউট হয়ে মাঠ ছাড়েন ১২ বলে ১৫ রান করা রোস্টন চেইজ। পরের ব্যাটাররা আর কেউ ঝড় তুলতে পারেননি। ৫১ রান করে শেষ ওভারে আউট  হন শারফেইন রাদারফোর্ড।

আগামী শনিবার ত্রিনিদাদে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।

মন্তব্য করুন: