আর্জেন্টিনার অনুশীলনে যোগ দিলেও খেলা নিশ্চিত নয় মেসির

১৪ অক্টোবর ২০২৫

আর্জেন্টিনার অনুশীলনে যোগ দিলেও খেলা নিশ্চিত নয় মেসির

পুয়ের্তো রিকোর বিপক্ষে আর্জেন্টিনার প্রীতি ম্যাচের অনুশীলন ক্যাম্পে যোগ দিয়েছেন লিওনেল মেসি। তবে দলের সবচেয়ে বড় তারকা ম্যাচটিতে খেলবেন কিনা তা এখনও নিশ্চিত করেননি কোচ লিওনেল স্কালোনি।

অক্টোবরের দুটি প্রীতি ম্যাচের জন্য ঘোষণা করা আর্জেন্টিনা দলেই ছিলেন মেসি। কিন্তু ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচে বিশ্রামে ছিলেন তিনি। দলের খেলা উপভোগ করেন গ্যালারিতে বসে। তবে পরদিন স্থানীয় সময় শনিবার রাতে (বাংলাদেশ সময় রোববার সকাল) মেজর লিগ সকারে (এমএলএস) জোড়া গোল করে ইন্টার মায়ামিকে জেতান আটবারের ব্যালন ডিঅর জয়ী এই মহাতারকা।

বাংলাদেশ সময় বুধবার সকাল ৬টায় ইন্টার মায়ামির ঘরের মাঠ চেইস স্টেডিয়ামে পুয়ের্তো রিকোর মুখোমুখি হবে আর্জেন্টিনা। তবে এই ম্যাচে মেসির খেলার বিষয়টি ৩৮ বছর বয়সী এই ফরোয়ার্ডের ফিটনেসের ওপর নির্ভর করছে বলে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে জানান স্কালোনি।

আমি শনিবার মেসিকে খেলতে দেখেছি। আমি যতদূর জানি সে ভালোভাবে শেষ করেছে। তার সঙ্গে এখনও আমি কথা বলিনি। আগামীকালের ম্যাচের আগে আমাদের শেষ একটা অনুশীলন সেশন আছে। প্রতিটি চূড়ান্ত অনুশীলনের আগে আমরা সবসময় যেটা করি, আমি তার সঙ্গে কথা বলবো। যদি সে খেলার অবস্থায় থাকে তাহলে আগামীকাল মাঠে নামবে।

মন্তব্য করুন: