চোটের কারণে এবার ও’রোর্ককে হারাল নিউ জিল্যান্ড

চোটের কারণে এবার ও’রোর্ককে হারাল নিউ জিল্যান্ড

জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে নিউ জিল্যান্ডের পেস আক্রমণে আবার হানা দিয়েছে চোট। ন্যাথান স্মিথের পর এবার সিরিজের দ্বিতীয় শেষ টেস্ট থেকে ছিটকে গেছেন উইল রোর্ক।

মঙ্গলবার এক বিবৃতিতে ডানহাতি এই পেসারের চোটের বিষয়টি জানায় নিউ জিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) প্রথম টেস্টের তৃতীয় দিনে পিঠে অস্বস্তি অনুভব করছিলেন রোর্ক। সেই চোটেই সিরিজের শেষ টেস্টে বাইরে থাকবেন তিনি।

তার বিকল্প হিসেবে প্রথম টেস্টেই দলের সঙ্গে যোগ দিয়েছিলেন বেন লিস্টার। বাঁহাতি এই পেসার এখন দলের সঙ্গে থাকবেন।

বুলাওয়ায়োতে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ১৩ ওভার বোলিং করে উইকেট শূন্য ছিলেন রোক। দ্বিতীয় ইনিংসে ১০ ওভার বল করে উইকেট নিয়েছিলেন তিনি। টেস্ট ক্যারিয়ারে এখন পর্যন্ত ১১ ম্যাচে তিনি ৩৯ উইকেট নিয়েছেন।

এর আগে পেটের চোটের কারণে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে যান স্মিথ। ডানহাতি এই পেস অলরাউন্ডারের বদলি হিসেবে দলে নেওয়া হয় জ্যাকারি ফোকসকে।

রোর্ক স্মিথ চোটের কারণে ছিটকে পড়ায় দ্বিতীয় টেস্টে নিউ জিল্যান্ড একাদশে অভিষেক হতে পারে ফোকস, জ্যাকব ডাফি ম্যাট ফিশারের মধ্যে যে কোনো দুজনের। এদের মধ্যে ফোকস ডাফি সাদা বলের ক্রিকেটে কিউইদের হয়ে খেলেছেন। টি-টুয়েন্টি ্যাঙ্কিংয়ের শীর্ষ বোলার হলেন ডাফি। অন্যদিকে এখনও আন্তর্জাতিক অভিষেক হয়নি ফিশারের।

কাঁধের চোটের কারণে প্রথম টেস্টে খেলতে পারেননি নিউ জিল্যান্ডের অধিনায়ক টম ল্যাথাম। তার জায়গায় টেস্ট নেতৃত্বে অভিষেক হয় মিচেল স্যান্টনারের। দ্বিতীয় টেস্টে ল্যাথামের খেলার বিষয়টি ফিটনেস পরীক্ষার পর জানা যাবে।

বৃহস্পতিবার বুলাওয়েয়োতে দ্বিতীয় টেস্ট শুরু হবে। প্রথম টেস্টে উইকেটে জিতে সিরিজে এগিয়ে আছে সফরকারীরা।

মন্তব্য করুন: