অভিষিক্ত নাওয়াজের ঝড়ে জয় দিয়ে ওয়ানডে সিরিজ শুরু পাকিস্তানের

অভিষিক্ত নাওয়াজের ঝড়ে জয় দিয়ে ওয়ানডে সিরিজ শুরু পাকিস্তানের

অভিষেকেও বাড়তি চাপে ভেঙে পড়লেন না হাসান নাওয়াজ। মোহাম্মদ রিজওয়ানের ফিফটির পর হুসেইন তালাতকে নিয়ে ষষ্ঠ উইকেটে শতরানের জুটি গড়ে পাকিস্তানকে সহজ জয় এনে দিয়েছেন তরুণ এই ব্যাটার। ওয়েস্ট ইন্ডিজকে ৫ উইকেটে হারিয়ে ওয়ানডে সিরিজ শুরু করেছে সফরকারীরা।

শুক্রবার ত্রিনিদাদে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে এভিন লুইস, শাই হোপ ও রোস্টন চেইজের ফিফটিতে ২৮০ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ৭ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছায় পাকিস্তান।

৫৪ বলে ৬৩ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচসেরা হন নাওয়াজ।

টস হেরে ব্যাটিংয়ে নামা ওয়েস্ট ইন্ডিজের শুরুটা ভালো হয়নি। প্রথম ওভারেই ব্র্যান্ডন কিংকে (৪) তুলে নেন শাহিন শাহ আফ্রিদি। তবে দ্বিতীয় উইকেটে কেইসি কার্টিকে (৩০) নিয়ে ৭৭ রানের জুটি গড়ে সেই ধাক্কা সামাল দেন লুইস। সঙ্গীর বিদায়ের পর বাঁহাতি এই ওপেনার ফেরেন ৬০ রান করে।

বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি শারফেইন রাদারফোর্ড (১০)। পঞ্চম উইকেটে হোপ ও চেইজ পঞ্চাশোর্ধ জুটি গড়লেও রানের গতি ছিল বেশ কম। ৫৫ রান করা হোপকে ফিরিয়ে ৬৪ রানের এই জুটি থামান শাহিন। নাসিম শাহর শিকার হয়ে ৫৩ রান করা চেইজ যখন সাজঘরে ফেরেন তখন ক্যারিবিয়ানদের সংগ্রহ ছিল ৪৪.৫ ওভারে ৭ উইকেটে ২৩৩। এরপর গুদাকেশ মোটির ১৮ বলে ৩১ রানের ইনিংসে লড়াই করার মতো সংগ্রহ পায় তারা। পরপর দুই বলে মোটি ও জেদিয়া ব্লেডসকে বোল্ড করে এক ওভার আগেই ওয়েস্ট ইন্ডিজের ইনিংস গুটিয়ে দেন নাসিম। ডানহাতি এই পেসারের শিকার ৩ উইকেট, শাহিন নেন ৪টি।

লক্ষ্য তাড়ায় পাকিস্তানের শুরুটাও ভালো হয়নি। দলীয় ১৬ রানে হারায় ওপেনার সাইম আইয়ুবের (৫) উইকেট। তবে পরের সব ব্যাটারদের কার্যকরী ছোট ছোট ইনিংসে জয় পেতে অসুবিধা হয়নি তাদের। ফিফটির কাছ থেকে ফিরে আসেন বাবর আজম। ৪৭ করা ডানহাতি এই ব্যাটারকে ফিরিয়ে চতুর্থ উইকেটে ৫৫ রানের জুটি ভাঙেন মোটি। সালমান আলী আগা ফেরেন ২৩ রান করে।

ক্যারিয়ারের ১৬তম ফিফটি হাঁকিয়ে অধিনায়ক রিজওয়ান যখন ফেরেন তখন জয়ের জন্য পাকিস্তানের দরকার ছিল ৭৬ বলে ১০১ রান। সেখান থেকে ৭০ বলে ১০৪ রানের জুটিতে দলকে জয় এনে দেন নাওয়াজ ও তালাত। ৩৭ বলে ৪১ রানে অপরাজিত থাকেন তালাত।

একই ভেন্যুতে রোববার সিরিজের দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে।

মন্তব্য করুন: