৬ বছর পর পাকিস্তানকে হারিয়ে সিরিজে সমতায় উইন্ডিজ
১১ আগস্ট ২০২৫

বৃষ্টির কারণে দফায় দফায় খেলা বন্ধ হওয়ার কারণে ৩৭ ওভারের বেশি ব্যাট করতে পারেনি পাকিস্তান। এরপর শারফেইন রাদারফোর্ডের পর রোস্টন চেইজের নৈপুণ্যে ছয় বছর পর পাকিস্তানের বিপক্ষে ওয়ানডেতে জয় পেয়েছে ক্যারিবিয়ানরা। ৫ উইকেটের জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সমতায় ফিরেছে স্বাগতিকরা।
রোববার ত্রিনিদাদে বৃষ্টি বিঘ্নিত সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৩৭ ওভারে ৭ উইকেটে ১৭১ রান তোলে পাকিস্তান। প্রথম ইনিংসে বৃষ্টির বাধায় বেশ কয়েকবার খেলা বন্ধ হওয়ায় ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধতিতে ওয়েস্ট ইন্ডিজের লক্ষ্য দাঁড়ায় ৩৫ ওভারে ১৮১ রান। স্বাগতিকরা তা তাড়া করে ১০ বল আগেই।
বল হাতে ১ উইকেট নেওয়ার পর ৪৯ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে ম্যাচ সেরা হয়েছেন চেইজ।
২০১৯ ওয়ানডে বিশ্বকাপের পর এবারই প্রথম এই ফরম্যাটে পাকিস্তানের বিপক্ষে জয় পেল ওয়েস্ট ইন্ডিজ। সেবার নটিংহ্যামে ৭ উইকেটে জয় পেয়েছিল ক্যারিবিয়ানরা। এরপর চার ম্যাচে আর কোনো জয় পায়নি তারা।
টস হেরে ব্যাটিংয়ে নেমে সাইম আইয়ুব ও আব্দুল্লাহ শফিকের উদ্বোধনী জুটি থেকে আসে ৩৭ রান। টানা ৯ বল রান নিতে না পারার পর ২৩ রান করা সাইম ফিরলে ভাঙে এই জুটি। ওই ওভারেই দারুণ এক ডেলিভারিতে বাবর আজমকে শূন্য রানে বোল্ড করেন জেইডেন সিলস।
দীর্ঘ সময় ক্রিজে থাকলেও রান তুলতে হিমশিম খাচ্ছিলেন শফিক। তিনি ফেরেন ৪০ বলে ২৬ রান করে। অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানের ধীর ইনিংসে রানের গতি আরও কমে যায় পাকিস্তানের। তার ৩৮ বলে ১৬ রানের ইনিংসটি থামান গুদাকেশ মোটি।
প্রথম ইনিংসে দলকে জেতানো হুসেইন তালাত ও হাসান নাওয়াজের আগ্রাসী ব্যাটিংয়ে শেষ পর্যন্ত লড়াই করার মতো সংগ্রহ দাঁড় করায় পাকিস্তান। তালাত করেন ৩১ রান। ৩৬ রানে অপরাজিত থাকেন নাওয়াজ।
পরিবর্তিত লক্ষ্য তাড়ায় শুরুটা একদমই ভালো হয়নি ওয়েস্ট ইন্ডিজে। হাসান আলীর পেস তোপে ১২ রানের মধ্যেই দুই ওপেনারকে হারায় তারা। এরপর স্পিনারদের ঘূর্ণিতে দিশেহারা হয়ে রানের গতিও হারায় স্বাগতিকরা। ১৩তম ওভারে কেইসি কার্টি যখন সাজঘরে ফেরেন তখন দলের সংগ্রহ ছিল ৩ উইকেটে ৪৮ রান।
তবে রাদারফোর্ড ক্রিজে আসতেই বদলে যায় সেই চিত্র। অধিনায়ক শাই হোপকে নিয়ে আগ্রাসী ব্যাটিংয়ে রানের গতি বাড়ান তিনি। হোপকে (৩২) ফিরিয়ে ৫৪ রানের জুটি ভাঙেন মোহাম্মদ নাওয়াজ। পরের ওভারে ৩৩ বলে ৪৫ রান করা রাদারফোর্ডকেও ফেরান বাঁহাতি এই স্পিনার।
এরপর জাস্টিন গ্রিভসকে নিয়ে ৭২ বলে ৭৭ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে জয় এনে দেন চেইজ।
মঙ্গলবার একই মাঠে সিরিজ নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হবে।
মন্তব্য করুন: