পাকিস্তানকে গুঁড়িয়ে ৩৪ বছরের অপেক্ষা ঘুচল ওয়েস্ট ইন্ডিজের
১৩ আগস্ট ২০২৫

মন্থর শুরুর পর শেষ দিকে শাই হোপ ও জাস্টিন গ্রিভসের ঝড়ো ব্যাটিংয়ে বড় সংগ্রহ পেয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। এরপর জেইডেন সিলসের আগুন ঝরানো বোলিংয়ে একশর আগেই গুটিয়ে গেল পাকিস্তান। ২০২ রানের বিশাল জয়ে প্রায় ৩৪ বছর পর পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেয়েছে ক্যারিবিয়ানরা।
মঙ্গলবার ত্রিনিদাদে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে অধিনায়ক হোপের সেঞ্চুরিতে ৬ উইকেটে ২৯৪ রানের সংগ্রহ পায় ওয়েস্ট ইন্ডিজ। জবাবে সিলসের ৬ উইকেট শিকারে ৯২ রানে গুটিয়ে যায় পাকিস্তান।
এর আগে দেশটির বিপক্ষে ১৯৯১ সালে সবশেষ ওয়ানডে সিরিজ জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। পরের সিরিজটি শেষ হয়েছিল সমতায়। এরপর টানা ১০ ওয়ানডে সিরিজ জিতেছিল পাকিস্তান। এবার হোপ ও সিলসের নৈপুণ্যে নিজেদের ওয়ানডে ইতিহাসের চতুর্থ বড় জয় দিয়ে সেই অপেক্ষার অবসান হলো ক্যারিবিয়ানদের।
টস হেরে ব্যাটিংয়ে নামা ওয়েস্ট ইন্ডিজের প্রথম ৩০ ওভারে সংগ্রহ ছিল ৩ উইকেটে মাত্র ১১০ রান। এরপর রোস্টন চেইজকে নিয়ে রানের গতি কিছুটা বাড়িয়ে পরের ১০ ওভারে দলের খাতায় ৬৫ যোগ করেন হোপ। ২৯ বলে ৩৬ রান করে বিদায় নেন চেইজ।
এরপরের গল্পটা শুধুই হোপ আর গ্রিভসের। এই দুই ব্যাটারের তাণ্ডবে শেষ ৭ ওভারে দলের খাতায় যোগ হয় ১০০ রান। সপ্তম উইকেট জুটিতে ৫০ বলে গড়েন ১১০ রানের জুটি। ২৪ বলে ৪৩ রানে অপরাজিত থাকেন গ্রিভস।
শুরুর সতীর্থরা রান তুলতে হিমশিম খেলেও একপ্রান্ত আগলে রেখে দ্রুতগতিতেই রান তুলতে থাকেন হোপ। ৫৪ বলে ফিফটি স্পর্শের পর ডানহাতি এই ব্যাটার তার সেঞ্চুরি পূর্ণ করেন ৮৩ বলে। শেষ পর্যন্ত ক্যারিয়ারের ১৮তম সেঞ্চুরিতে তিনি অপরাজিত থাকেন ১২০ রানে। ৯৪ বলের ম্যাচসেরা ইনিংসটি সাজান ১০ চার ও ৫ ছক্কায়।
লক্ষ্য তাড়ায় সিলসের পেস তোপে ২৩ রানের ভেতর শুরুর চার ব্যাটারকে হারিয়ে ম্যাচ থেকে কার্যত ছিটকে যায় পাকিস্তান। বাবর আজমের ৯ রান ছাড়া বাকি তিন ব্যাটার ফেরেন শূন্য রানে। পঞ্চম উইকেটে সালমান আলী আগা ও হাসান নাওয়াজ শুরুর বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করলেও ৩৮ রানের বেশি যোগ করতে পারেননি। এই জুটি ভাঙার পর ৩০ রানে শেষ ৫ উইকেট হারিয়ে ২৯ ওভার ২ বলে অলআউট হয় পাকিস্তান।
দলের হয়ে সর্বোচ্চ ৩০ রান করেন সালমান। শূন্য রানে সাজঘরে ফেরেন পাঁচজন। দুই অঙ্ক স্পর্শ করতে পারেন মাত্র তিনজন। ক্যারিয়ার সেরা বোলিংয়ে ৭ ওভার ২ বলে ১৮ রানের বিনিময়ে ৬ উইকেট নেন সিলস। ১০ উইকেট নিয়ে সিরিজসেরা হয়েছেন ২৩ বছর বয়সী এই পেসার।
মন্তব্য করুন: