রেকর্ড গড়া সেঞ্চুরিতে র‌্যাঙ্কিংয়ে ৮০ ধাপ এগুলেন ব্রেভিস

১৩ আগস্ট ২০২৫

রেকর্ড গড়া সেঞ্চুরিতে র‌্যাঙ্কিংয়ে ৮০ ধাপ এগুলেন ব্রেভিস

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার হয়ে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরি হাঁকিয়ে এই ফরম্যাটে ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ের বড় লাফ দিয়েছেন ডেওয়াল্ড ব্রেভিস। ৮০ ধাপ এগিয়ে এই উদীয়মান ব্যাটার জায়গা করে নিয়েছেন র‌্যাঙ্কিংয়ের সেরা পঁচিশে।

বুধবার আইসিসির প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে ১০১ নম্বর থেকে ২১ নম্বরে চলে এসেছেন ব্রেভিস। ডানহাতি এই ব্যাটারের রেটিং পয়েন্ট ৬১৪।

মঙ্গলবার ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টি-টুয়েন্টিতে ৫৬ বলে ১২ চার ও ৮ ছক্কায় ১২৫ রানে অপরাজিত থাকেন ব্রেভিস। দক্ষিণ আফ্রিকার হয়ে টি-টুয়েন্টিতে এটি সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড। ২২ বছর ১০৫ দিন বয়সে সেঞ্চুরি হাঁকিয়ে প্রোটিয়াদের হয়ে এই ফরম্যাটে সবচেয়ে কম বয়সে শতক হাঁকানোর রেকর্ডটিও নিজের করে নেন ডানহাতি এই ব্যাটার।

এছাড়াও চলতি সিরিজের দুই ম্যাচে ফিফটি হাঁকিয়ে ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিংয়ে অবস্থান করছেন অস্ট্রেলিয়ার টিম ডেভিড। প্রথম ম্যাচে ৮৩ রানের ইনিংসের পর দ্বিতীয় ম্যাচে ডানহাতি এই ব্যাটার ফেরেন ৫০ রান করে। ছয় ধাপ এগিয়ে তিনি আছেন তালিকার ১০ নম্বরে।

প্রথম দুই ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ হয়ে দুই ধাপ পিছিয়ে চতুর্থ স্থানে নেমে গেছেন অজি ওপেনার ট্র্যাভিস হেড। তার পতনে এক ধাপ করে উপরে উঠেছেন ভারতের তিলক ভার্মা (দ্বিতীয়) ও ইংল্যান্ডের ফিল সল্ট (তৃতীয়)। ৮২৯ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে আছেন ভারতের অভিষেক শর্মা।

বোলারদের তালিকায় শীর্ষ আট অবস্থানে কোনো পরিবর্তন হয়নি। শীর্ষে আছেন নিউ জিল্যান্ডের জ্যাকব ডাফি। দুইয়ে ইংল্যান্ডের আদিল রশিদ এবং তিনে ওয়েস্ট ইন্ডিজের আকিল হোসেন। চার নেমে ১২ নম্বরে চলে গেছেন অস্ট্রেলিয়ার ন্যাথান এলিস। ডানহাতি এই পেসারের পতনে এক ধাপ এগিয়ে ১১ নম্বরে আছেন মুস্তাফিজুর রহমান।

টেস্টে বোলারদের র‌্যাঙ্কিংয়ে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে আগুন ঝরানো বোলিংয়ে ক্যারিয়ার সেরা অবস্থানে উঠেছেন ম্যাট হেনরি। দুই ম্যাচে ১৬ উইকেট নিয়ে সিরিজ সেরা হয়েছিলেন নিউ জিল্যান্ডের এই পেসার। প্যাট কামিন্সকে সরিয়ে ৮৪৬ রেটিং পয়েন্ট নিয়ে এক ধাপ এগিয়ে তৃতীয় স্থানে তিনি। এই তালিকায় যথারীতি শীর্ষে আছেন ভারতের যশপ্রীত বুমরাহ। দ্বিতীয় স্থানে আছেন দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা।

মন্তব্য করুন: