অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে ওয়ানডে সিরিজ শুরু দ. আফ্রিকার

১৯ আগস্ট ২০২৫

অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে ওয়ানডে সিরিজ শুরু দ. আফ্রিকার

তিন ব্যাটারের ফিফটিতে তিনশর কাছাকাছি সংগ্রহ পেয়েছিল দক্ষিণ আফ্রিকা। লক্ষ্য তাড়ায় ট্র্যাভিস হেড মিচেল মার্শের ব্যাটে উড়ন্ত সূচনা করে অস্ট্রেলিয়া। কিন্তু এই জুটি থামতেই কেশব মহারাজের ঘূর্ণিতে ভেঙে পড়ে স্বাগতিক ব্যাটিং অর্ডার। ৯৮ রানের জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করেছে প্রোটিয়ারা।

মঙ্গলবার কেইর্নসে সিরিজের প্রথম ম্যাচে এইডেন মারক্রাম, টেম্বা বাভুমা ম্যাথিউ ব্রিটজকের ফিফটিতে উইকেটে ২৮৬ রান তোলে দক্ষিণ আফ্রিকা। জবাবে ৫৫ বল আগে ১৯৮ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা।

অফস্পিনে ৩৩ রানে উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন মহারাজ। ওয়ানডে ক্যারিয়ারে এটি তার প্রথম পাঁচ উইকেট শিকার।

টস হেরে ব্যাটিংয়ে নামা দক্ষিণ আফ্রিকার উদ্বোধনী জুটিতে ৯২ রান যোগ করেন মারক্রাম রায়ান রিকেলটন। ৩৩ রান করা রিকেলটনকে ফিরিয়ে এই জুটি ভাঙেন হেড। দুর্দান্ত খেলতে থাকা মারক্রামকে (৮২) ফেরান বেন ডোয়ার্শিস।

দুই ওপেনারকে হারানোর পর তৃতীয় উইকেটে বাভুমা-ব্রিটজকের জুটিতে বড় সংগ্রহের ভিত পায় প্রোটিয়ারা। ৫৭ রান করে ব্রিটজকে সাজঘরে ফিরলে ৯২ রানের এই জুটি ভাঙে। পরের ওভারে হেডের জোড়া আঘাতে ট্রিস্ট্যান স্টাবস () অভিষিক্ত ডেওয়াল্ড ব্রেভিসকে () তুলে নিয়ে রানের লাগাম আরও টেনে ধরে অজিরা। শেষ দিকে ভিয়ান মুল্ডারের ৩১ রানের ঝড়ো ইনিংসে তিনশর কাছাকাছি যায় সফরকারীরা। বাভুমা ফেরেন ৬৫ রান করে।

কেয়ার্নসের এই মাঠের সর্বোচ্চ রান তাড়ায় নেমে ঝড় তোলেন হেড মার্শ। সাত ওভারেই দলের খাতায় এই ব্যাটার যোগ করেন ৬০ রান। তবে এরপরই ঘটে ছন্দপতন। প্রেনেলান সুব্রায়েনের করা অষ্টম ওভারের প্রথম বলে স্টাম্পিং হয়ে ফেরেন হেড (২৭) পরের ওভারে বল হাতে নিয়েই মার্নাস লাবুশেনকে তুলে নেন মহারাজ। তার ঘূর্ণিতে দিশেহারা হয়ে ৮৯ রান তুলতে উইকেট হারায় অস্ট্রেলিয়া। নিজের স্পেলের প্রথম ২৬ বলে উইকেট নেন মহারাজ।

অপরপ্রান্তে অধিনায়ক মার্শ ক্রিজে থাকায় জয়ের কিছুটা আশা ছিল স্বাগতিকদের। ডোয়ার্শিসকে নিয়ে সপ্তম উইকেটে গড়েন ৭১ রানের জুটি। কিন্তু এই জুটি ভাঙতেই সেই আশাও শেষ হয়ে যায়। ডোয়ার্শিসের (৩৩) পর ৮৮ রান করে বিদায় নেন মার্শও। শেষ পর্যন্ত ৪০ ওভার বলে অলআউট হয় অজিরা।

আগামী শুক্রবার ম্যাকাইতে সিরিজের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে।

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Add