ক্যারিয়ার সেরা বোলিংয়ে শীর্ষে ফিরলেন মহরাজ

২০ আগস্ট ২০২৫

ক্যারিয়ার সেরা বোলিংয়ে শীর্ষে ফিরলেন মহরাজ

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ক্যারিয়ার সেরা বোলিং করে দলকে জিতিয়েছিলেন কেশব মহারাজ। সেই পারফরম্যান্সের পর বোলারদের ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান পুনরুদ্ধার করেছেন দক্ষিণ আফ্রিকার এই স্পিনার।

বুধবার আইসিসির প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে ৬৮৭ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে আসেন মহরাজ। বাঁহাতি এই স্পিনার পেছনে ফেলেন শ্রীলঙ্কার মহীশ থিকশানা (৬৭১ রেটিং পয়েন্ট) ও ভারতের কুলদীপ যাদবকে (৬৫০ রেটিং পয়েন্ট)।

মঙ্গলবার কেয়ার্নসে অস্ট্রেলিয়াকে ৯৮ রানে হারিয়ে সিরিজ শুরু করে দক্ষিণ আফ্রিকা। নিজের প্রথম ২৬ বলে ৫ উইকেট শিকার করে স্বাগতিকদের ব্যাটিং-অর্ডার গুঁড়িয়ে দিয়ে দেন মহারাজ। এটি তার ওয়ানডে ক্যারিয়ারের প্রথমব পাঁচ উইকেট শিকার। ১০ ওভারের টানা স্পেলে ৩৩ রান দেন তিনি।

ওয়ানডেতে অস্ট্রেলিয়ার মাটিতে পাঁচ উইকেট নেওয়া দক্ষিণ আফ্রিকার প্রথম স্পিনারও তিনি।

২০২৩ সালের নভেম্বরে প্রথমবারের মতো ওয়ানডে বোলারদের র‍্যাঙ্কিংয়ের এক নম্বরে উঠেছিলেন মহরাজ। সে বছর ডিসেম্বরে সবশেষ শীর্ষে ছিলেন তিনি।

পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে আগুন ঝরানো বোলিংয়ে সিরিজ সেরা হওয়া ওয়েস্ট ইন্ডিজ পেসার জেইডেন সিলস ১৭ ধাপ এগিয়ে ১৯তম স্থানে উঠে এসেছেন।

ওয়ানডে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে দক্ষিণ আফ্রিকার এইডেন মারক্রাম ও টেম্বা বাভুমার। ৮২ রানের ইনিংস খেলে চার ধাপ এগিয়ে ২১ নম্বরে আছেন মারক্রাম। অন্যদিকে ৬৭ রানের ইনিংস খেলে পাঁচ ধাপ এগিয়ে ২৩ নম্বরে আছেন অধিনায়ক বাভুমা।

পাকিস্তানের বিপক্ষে শেষ ওয়ানডেতে সেঞ্চুরি হাঁকিয়ে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ দুই ধাপ এগিয়ে আছেন তালিকার নয় নম্বরে।

এই তালিকায় আগের মতো শীর্ষে আছেন ভারতের শুভমান গিল। অলরাউন্ডার তালিকার শীর্ষে আছেন আফগানিস্তানের আজমতউল্লাহ ওমরজাই।

অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার টি-টুয়েন্টি সিরিজের শেষে ফিফটি হাঁকিয়ে নয় ধাপ এগিয়েছেন ডেওয়াল্ড ব্রেভিস। শ্রীলঙ্কার কুশল পেরেরার সঙ্গে যৌথভাবে তালিকার দ্বাদশ স্থানে আছেন দক্ষিণ আফ্রিকার এই মারকুটে ব্যাটার।

টি-টুয়েন্টি ব্যাটারদের তালিকায় যথারীতি শীর্ষে আছেন ভারতের অভিষেক শর্মা।

এই ফরম্যাটে বোলারদের র‌্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়ে সেরা দশে প্রবেশ করেছেন ন্যাথান এলিস। অস্ট্রেলিয়ার ডানহাতি এই পেসার আছেন নবম স্থানে। এই তালিকার শীর্ষে আছেন নিউ জিল্যান্ডের জ্যাকব ডাফি।

টি-টুয়েন্টির অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ের শীর্ষে আছেন ভারতের হার্দিক পান্ডিয়া।

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Add