৫০০ উইকেট নিয়ে অনন্য উচ্চতায় সাকিব

২৫ আগস্ট ২০২৫

৫০০ উইকেট নিয়ে অনন্য উচ্চতায় সাকিব

রেকর্ডময় ক্যারিয়ারে সাকিব আল হাসানের মুকুটে যুক্ত হয়েছে আরও একটি পালক। এবার জাতীয় দলের বাইরে থাকা বাংলাদেশের এই অলরাউন্ডার গড়েছেন এমন এক কীর্তি, যা নেই আর কারোর। প্রথম ক্রিকেটার হিসেবে টি-টুয়েন্টিতে ৭ হাজার রান ও ৫০০ উইকেট নেওয়ার রেকর্ড গড়েছেন তিনি। 

রোববার ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) সাকিবের অলরাউন্ড নৈপুণ্যে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টকে ৭ উইকেটে হারায় অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস। ব্যাট-বলের দুর্দান্ত নৈপুণ্যে ম্যাচসেরার পুরষ্কার জেতেন সাকিব।

স্বীকৃত টি-টুয়েন্টি ক্যারিয়ারে ৪৯৯ উইকেট নিয়ে মাঠে নামেন ৩৮ বছর বয়সী এই ক্রিকেটার। দলের সপ্তম বোলার হিসেবে ইনিংসের পঞ্চাদশ ওভারে প্রথমবারের মতো আক্রমণে আসেন তিনি। ওভারের শেষ বলে ফিরতি ক্যাচে মোহাম্মদ রিজওয়ানকে তুলে নিয়ে ৫০০তম শিকারটি ধরেন সাকিব। বিশ্বের পঞ্চম বোলার হিসেবে টি-টুয়েন্টিতে এই মাইলফলক স্পর্শ করেন বাঁহাতি এই স্পিনার। এই কীর্তি গড়তে তার লেগেছে ৪৪৮ ইনিংস।

ব্যাট হাতে আগে থেকেই সাকিবের ছিল ৭ হাজারের বেশি রান। ফলে এরই সঙ্গে প্রথম ক্রিকেটার হিসেবে টি-টুয়েন্টিতে ৫০০ উইকেট ও ৭ হাজার রানের ‘ডাবল’ স্পর্শ করেন তিনি।

টি-টুয়েন্টিতে সবচেয়ে বেশি উইকেটের মালিক রশিদ খান। আফগানিস্তানের এই লেগ স্পিনার ৪৮৩ ইনিংসে নিয়েছেন ৬৬০ উইকেট। ৫৪৬ ইনিংসে ৬৩১ উইকেট এই তালিকার দুইয়ে আছেন সাবেক ক্যারিবিয়ান পেস অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো। তিনে থাকা সুনিল নারাইনের শিকার ৫৪৭ ইনিংসে ৫৯০ উইকেট। দক্ষিণ আফ্রিকান ৪৬ বছর বয়সী ইমরান তাহির স্পিনার ৪১৯ ইনিংসে ৫৫৪ উইকেট নিয়ে আছেন তার পরের স্থানে। 

এদিন ২ ওভার বোলিং করে ১১ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন সাকিব। এরপর ১৩৪ রানের লক্ষ্য তাড়ায় চার নম্বরে ব্যাটিংয়ে নেমে ১৮ বলে ২৫ রান করে সাজঘরে ফেরেন তিনি।

৪৫৭ ম্যাচের টি-টুয়েন্টি ক্যারিয়ারে বাঁহাতি এই অলরাউন্ডারের বর্তমান রান ৭ হাজার ৫৭৪, উইকেট ৫০২টি।

মন্তব্য করুন: