সাইফকে নিয়ে ১ম টি-টুয়েন্টিতে বোলিংয়ে বাংলাদেশ
৩০ আগস্ট ২০২৫

প্রায় দুই বছর পর জাতীয় দলের জার্সিতে মাঠে নামছেন সাইফ হাসান। ডানহাতি এই ব্যাটারকে একাদশে নিয়ে নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে মাঠে নামছে বাংলাদেশ।
শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন স্বাগতিক অধিনায়ক লিটন দাস। তিন পেসার ও দুই স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ।
পেস আক্রমণে তাসকিন আহমেদের সঙ্গে আছেন দুই বাঁহাতি মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম। স্পিনে রিশাদ হোসেনের সঙ্গী শেখ মাহেদি হাসান।
২০২৩ সালে এশিয়ান গেমসে জাতীয় দলের জার্সিতে সবশেষ মাঠে নামেন সাইফ। আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে এখন পর্যন্ত পাঁচ ম্যাচ খেলা এই ক্রিকেটার নিজেকে মেলে ধরতে পারেননি। ৫ ইনিংসে ৮১ দশমিক ২৫ স্ট্রাইক রেটে রান করেছেন ৫২, যার মধ্যে এক ইনিংসেই করেছেন অপরাজিত ৫০ রান। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টপ এন্ড টি-টুয়েন্টিতে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে প্রথম ম্যাচে ফিফটি ছাড়া পরের পাঁচ ম্যাচে ব্যাট হাতে সুবিধা করতে পারেননি ২৬ বছর বয়সী এই অলরাউন্ডার।
১ম টি-টুয়েন্টিতে বাংলাদেশ একাদশ:
লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, শেখ মাহেদি হাসান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান
মন্তব্য করুন: