আধ ঘণ্টা করে পেছাল এশিয়া কাপের ম্যাচ
৩০ আগস্ট ২০২৫

সংযুক্ত আরব আমিরাতের দাবদাহ থেকে খেলোয়াড়দের সুরক্ষা দিতে এশিয়া কাপের সূচিতে পরিবর্তন আনা হয়েছে। ফাইনালসহ ১৮টি ম্যাচ শুরুর সময় নির্ধারিত সময়ের চেয়ে ৩০ মিনিট পিছিয়ে দেওয়া হয়েছে।
শনিবার এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) ওয়েবসাইটে এই সময় পরিবর্তনের বিষয়টি দেখা যায়। আগের সূচিতে একটি ম্যাচ বাদে বাকি ১৮টি ম্যাচ বাংলাদেশ সময় রাত ৮টায় (স্থানীয় সময় সন্ধ্যা ৬টা) শুরু হওয়ার কথা ছিল। নতুন সময় অনুযায়ী তা শুরু হবে রাত সাড়ে ৮টায় (স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টা)।
তবে ১৫ সেপ্টেম্বর আবু ধাবিতে স্বাগতিক আরব আমিরাত ও ওমানের ম্যাচটি আগের সূচিতেই অনুষ্ঠিত হবে। ম্যাচটি স্থানীয় সময় বিকেল ৪টায় শুরু হবে।
শনিবার এক প্রতিবেদনে ক্রিকেট বিষয় ওয়েবসাইট ক্রিকবাজ জানায়, সেপ্টেম্বরে আরব আমিরাতে দিনের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস পেরিয়ে যায়। সূর্যাস্তের পর তাপমাত্রা ধীরে ধীরে কমতে থাকে তাপমাত্রা।
এই তীব্র দাবদাহে যেন না খেলতে হয়, সে জন্য অংশগ্রহণকারী দেশগুলোর বোর্ড সময় পেছানোর অনুরোধ করে। টুর্নামেন্ট সম্প্রচারকারী প্রতিষ্ঠান এই অনুরোধ মেনে নিয়েছে।
আগামী ৯ সেপ্টেম্বর আফগানিস্তান-হংকং ম্যাচ দিয়ে শুরু হবে টি-টুয়েন্টি ফরম্যাটের এবারের এশিয়া কাপ। ১১ তারিখ হংকংয়ের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। একদিন পর লিটন দাসের দলের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। ১৬ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শেষ হবে টাইগারদের গ্রুপপর্বের লড়াই।
গ্রুপপর্বে বাংলাদেশের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে আবু ধাবিতে।
আট দলের এবারের টুর্নামেন্টে দলগুলো দুটি গ্রুপে ভাগ হয়ে খেলবে। গ্রুপগুলোর শীর্ষ দুটি দল উঠবে সুপার ফোরে। সুপার ফোরের শীর্ষ দুই দল ২৮ সেপ্টেম্বর দুবাইয়ের ফাইনালে মুখোমুখি হবে।
এশিয়া কাপে বাংলাদেশের গ্রুপপর্বের সূচি:
তারিখ ও বার |
প্রতিপক্ষ |
বাংলাদেশ সময় |
ভেন্যু |
১১ সেপ্টেম্বর, বৃহস্পতিবার |
হংকং |
রাত ৮টা ৩০ মিনিট |
আবু ধাবি |
১৩ সেপ্টেম্বর, শনিবার |
শ্রীলঙ্কা |
রাত ৮টা ৩০ মিনিট |
আবু ধাবি |
১৬ সেপ্টেম্বর, মঙ্গলবার |
আফগানিস্তান |
রাত ৮টা ৩০ মিনিট |
আবু ধাবি |
মন্তব্য করুন: