সিপিএলে সাকিবের ২০ বলে ফিফটি
১ সেপ্টেম্বর ২০২৫

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) অবশেষে ব্যাট হাতে জ্বলে উঠেছেন সাকিব আল হাসান। আগ্রাসী ব্যাটিংয়ে ২০ বলে ফিফটি হাঁকিয়েছেন বাংলাদেশের এই তারকা অলরাউন্ডার।
রোববার সেন্ট লুসিয়া কিংসের মাঠে স্বাগতিকদের বিপক্ষে ৬১ রানের ইনিংস খেলেন সাকিব। সিপিএলে এটি তার সর্বোচ্চ রানের ইনিংস। বাঁহাতি এই ব্যাটার তার ২৬ বলের ইনিংসটি সাজান ৫টি করে চার ও ছক্কায়। স্ট্রাইক রেট ছিল ২৩৪ দশমিক ৬১।
তবে সাকিবের জ্বলে ওঠার দিনে জিততে পারেনি তার দল অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস। আমির জাঙ্গু ও সাকিবের ফিফটির ওপর ভর করে ৪ উইকেটে ২০৪ রান তোলে দলটি। জবাবে টিম সাইফার্টের সেঞ্চুরিতে ১৩ বল ও ৬ উইকেট হাতে রেখে লক্ষ্যে পৌঁছায় সেন্ট লুসিয়া। বল হাতে ২ ওভারে ৩২ রান দিয়ে কোনো উইকেট পাননি সাকিব।
আগের ৬ ইনিংসে একটিতে ২৫ রান ছাড়া ব্যাট হাতে তেমন কোনো অবদান রাখতে পারেননি তিনি। এদিন ৩৮ বছর বয়সী এই ক্রিকেটার সপ্তম ওভারে চার নম্বরে ব্যাটিংয়ে নামেন। তাব্রেইজ শামসির করা ওভারের প্রথম বলেই সুইপ করে চার মারেন সাকিব। পরের বলে রিভার্স সুইপে মারেন আরেকটি বাউন্ডারি।
প্রথম ১১ বলে ১৩ রানের পর রোস্টন চেইসের ওভারে টানা দুটি ছক্কা হাঁকান সাকিব। নামিবিয়ার পেসার ডেভিড ভিসার করা ইনিংসের দ্বাদশ ওভারে ঝড় তুলে টানা পাঁচ বলে মারেন তিনটি চার ও দুটি ছক্কা। শেষ বলে ছক্কা হাঁকিয়ে পূর্ণ করেন টি-টুয়েন্টি ক্যারিয়ারের ৩৪তম ফিফটি।
পরে পেসার আলজারি জোসেফকে লং অফের ওপর দিয়ে ছক্কা মারেন সাকিব। পরের ওভারে ডেলানো পটগিটারকে পুল করার চেষ্টায় ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচ দিলে শেষ হয় তার ঝড়ো ইনিংস।
মন্তব্য করুন: