পাকিস্তানকে হারানোর ম্যাচে সাকিবের পাশে আফগানিস্তানের নবী
৩ সেপ্টেম্বর ২০২৫

পাকিস্তানকে ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজে হারানোর ম্যাচে দারুণ এক কীর্তি গড়েছেন মোহাম্মদ নবী। সাকিব আল হাসানের পর আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ২ হাজার রান ও ১০০ উইকেট নেওয়ার মাইলফলক স্পর্শ করেছেন আফগানিস্তানের এই তারকা অলরাউন্ডার।
মঙ্গলবার শারজায় ত্রিদেশীয় সিরিজের চতুর্থ ম্যাচে পাকিস্তানকে ১৮ রানে হারিয়ে ফাইনালে পথে এক ধাপ এগিয়ে যায় আফগানিস্তান।
টস জিতে ব্যাটিংয়ে নেমে সেদিকউল্লাহ আতাল ৬৪ ও ইবরাহিম জাদরানের ৬৫ রানের ইনিংসের ওপর ভর করে ৫ উইকেটে ১৬৯ রানের সংগ্রহ পায় আফগানরা। জবাবে ৯ উইকেটে ১৫১ রান তুলতে পারে পাকিস্তান। ২টি করে উইকেট নেন বাঁহাতি পেসার ফজলহক ফারুকি এবং তিন স্পিনার রশিদ খান, নূর আহমেদ ও নবী।
অষ্টম ওভারের চতুর্থ বলে ফখর জামানকে (২৫) তুলে নিয়ে নিজের শততম শিকারটি ধরেন নবী। একই সঙ্গে আফগানিস্তানের দ্বিতীয় বোলার হিসেবে আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে একশ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করেন ৪০ বছর বয়সী এই ক্রিকেটার। দেশটির হয়ে সবার আগে এই কীর্তি গড়েন রশিদ।
আফগানিস্তানের জার্সিতে ১৩৫ টি-টুয়েন্টি খেলা এই ক্রিকেটারের মোট উইকেট এখন ১০১টি। ব্যাট হাতে রান করেছেন ২ হাজার ২৪৬।
আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে প্রথম খেলোয়াড় হিসেবে ২০২২ সালে ২ হাজার রান ও ১০০ উইকেট নেওয়ার মাইলফলক স্পর্শ করেন সাকিব। আন্তর্জাতিক টি-টুয়েন্টি থেকে তিনি অবসর নিয়েছেন ২ হাজার ৫৫১ রান ও ১৪৯ উইকেট নিয়ে।
মন্তব্য করুন: