হংকংকে গুঁড়িয়ে এশিয়া কাপ শুরু আফগানিস্তানের

১০ সেপ্টেম্বর ২০২৫

হংকংকে গুঁড়িয়ে এশিয়া কাপ শুরু আফগানিস্তানের

সেদিকউল্লাহ আতাল ও আজমতউল্লাহ ওমারজাইয়ের ফিফটিতে বড় সংগ্রহ গড়েছিল আফগানিস্তান। রান তাড়ায় নূন্যতম চেষ্টাও করেনি পারেনি হংকংয়ের ব্যাটাররা। পেস-স্পিনের দূর্দান্ত নৈপুণ্যে ৯৪ রানের জয়ে এশিয়া কাপের এবারের আসর শুরু করেছে রশিদ খানের দল।

মঙ্গলবার আবু ধাবিতে এশিয়া কাপের ১৭তম আসরের উদ্বোধনী ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটে ১৮৮ রান তোলে আফগানিস্তান। জবাবে ৯ উইকেটে ৯৪ রানে থামে হংকংয়ের ইনিংস।

শুরুর ধাক্কা সামালে আফগানদের বড় সংগ্রহের ভিত গড়ে দেন আতাল-ওমারজাই জুটি। পঞ্চম উইকেটে ৩৫ বলে ৮২ রান যোগ করেন তারা। ২১ বলে ৫ ছক্কা ও ২ চারে ক্যারিয়ারের প্রথম ফিফটিতে ৫৩ রান করা ওমারজাই ফিরলে এই জুটি থামে। এরপর ডানহাতি পেসে ১ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন এই অলরাউন্ডার।

ব্যাটিংয়ে নেমে আফগানিস্তানকে উড়ন্ত সূচনা এনে দেন আতাল ও রহমানউল্লাহ গুরবাজ। কিন্তু তৃতীয় ওভারে গুরবাজের (৮) বিদায়ে ২৫ রানের এই জুটি ভাঙে। পরের ওভারে সাজঘরের পথ দেখেন ইব্রাহিম জাদরানও (১)। শুরুর এই বিপর্যয় সামাল দিয়ে তৃতীয় উইকেটে মোহাম্মদ নবীকে নিয়ে ৫১ রানের জুটি গড়েন আতাল। নবী ফেরেন ৩৩ রান করে। দ্রুত বিদায় নেন গুলবাদিন নাইবও (৫)।

১৩ ওভারে ৯৫ রানে চতুর্থ উইকেটের পতনের পর ক্রিজে আসেন ওমারজাই। আতালকে নিয়ে শুরু করেন বোলারদের ওপর তাণ্ডব, সঙ্গে ছিল ফিল্ডারদের ক্যাচ মিসের মহড়াও। শুরুর দিকে ধীর ব্যাটিংয়ে ৪১ বলে ক্যারিয়ারের তৃতীয় ফিফটি তুলে নেন আতাল। অপরপ্রান্তে ২০ বলে পঞ্চাশের দেখা পান ওমারজাই। এই দুই ব্যাটারের সম্মিলিত তাণ্ডবে শেষ ৫ ওভারে দলের খাতায় যোগ হয় ৭৮ রান। ওপেনার আতাল অপরাজিত থাকেন ৭৩ রানে।

লক্ষ্য তাড়ায় পাওয়ারপ্লেতে ২৩ রান তুলতেই ৪ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় হংকং। প্রথম দুই ওভারে ফজলহক ফারুকি ও ওমারজাই একটি করে উইকেট নেন, অপর দুটি হয় রানআউট।

এরপর আফগান স্পিনাররা আক্রমণে আসলে রান তুলতে আরও হিমশিম খেতে শুরু করে হংকং। এএম গাজানফার, রশিদ ও নূর আহমেদ – এই স্পিনত্রয়ী মিলে ১০ ওভারে ৪৪ রান নিয়ে নেন ২ উইকেট।

হংকংয়ের হয়ে ব্যাট হাতে স্রেফ দু’জন দুই অঙ্কের দেখা পান। ৪৩ বলে সর্বোচ্চ ৩৯ রান করেন বাবর হায়াত। ২৬ বলে ১৬ রান করেন অধিনায়ক ইয়াসিম মুর্তজা।

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Add